Inequality Report

মোদীর কর্পোরেট তোষণেই তীব্র হয়েছে বৈষম্য, রিপোর্ট প্রসঙ্গে বলল সিপিআই(এম)

জাতীয়

সম্পদের অসমতা বিশ্বের পাশাপাশি কিভাবে বাড়ছে ভারতে, ফের দেখালো রিপোর্ট। ভারতে সবচেয়ে ধনী ১০ শতাংশের হাতে দেশের জাতীয় আয়ের ৫৮ শতাংশ। বাকি ৫০ শতাংশের হাতে জাতীয় আয়ের মাত্র ১৫ শতাংশ। 
ভারতে বৈষম্য এত প্রকট যে ওপরতলার মাত্র ১ শতাংশের হাতে দেশের ৪০ শতাংশ সম্পদ। আর সবেচয়ে ধনী ১০ শতাংশের হাতে ৬৫ শতাংশ সম্পদ। 

Comments :0

Login to leave a comment