Allahabad High Court

কাসগঞ্জ ঘটনায় এলাহাবাদ হাইকোর্টের রায় দুঃখজনক, বললেন কেন্দ্রীয় মন্ত্রী

জাতীয়

কাসগঞ্জের ঘটনায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের সমালোচনা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। শুক্রবার তিনি মন্তব্য করেন, ‘‘এলাহাবাদ হাইকোর্টের রায় দুঃখজনক। সুপ্রিম কোর্টের এই বিষয় হস্তক্ষেপ করা প্রয়োজন। আদালতের এই ধরনের রায় এবং মন্তব্য সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে।’’
২০২১ সালে কাসগঞ্জের দুই ব্যাক্তির বিরুদ্ধে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে। জানা যায় দুই অভিযুক্ত নাবালিকার বুকে হাত দিয়েছে এবং তার পাজামার দড়ি খুলে দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়। নিম্ন আদালত হয়ে মামলা হাইকোর্টে গেলে বিচারপতি বলেন, বুকে হাত দেওয়া এবং পাজামার দড়ি খোলা বা খোলার চেষ্টা করা ধর্ষণ বা ধর্ষণ করার চেষ্টা নয়।
বিচারপতি আরও বলেন, এই ঘটনা যৌনহেনস্তার ঘটনা। কিন্তু ধর্ষণের চেষ্টার অভিযোগ আনতে গেলে আইনজীবীকে তার সপক্ষে প্রমান দিতে হবে। তিনি আরও বলেন অভিযুক্তরা যে ধর্ষণ করতে গিয়েছিলেন এমন কোন রেকর্ড তথ্য পাওয়া যায়নি।
আদালতের এই রায় সামনে আসার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের বিজেপি সরকার হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানায়নি।

Comments :0

Login to leave a comment