বিশ্বনাথ সিংহ –রায়গঞ্জ
অত্যন্ত রহস্যময় ঘটনার সাক্ষী থাকলো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ। স্ক্রুটিসহ এক ব্যক্তির জলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়াল হেমতাবাদের দক্ষিণ ধোয়ারই এলাকায়। খরের গাদার ভেতরে স্কুটি সহ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্কুটি ও দেহ পুড়ে যাওয়ায় নাম পরিচয় স্পষ্ট হচ্ছে জানা যাচ্ছিল না। তবে দেহ সনাক্ত করেছেন পরিবারের লোকজন। জানা গিয়েছে, মৃতের নাম বিট্টু ক্ষেত্রি। বাড়ি হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি এলাকায়। বাড়িতে তার অন্তসত্ত্বা স্ত্রী রয়েছেন। ঘটনায় শোকে ভেঙ্গে পড়েছেন পরিবারের লোকজন।
স্থানীয় সূ্ত্রে পাওয়া খবরে জানা গেছে এদিন হেমতাবাদের দক্ষিণ ধোয়ারই এলাকায় একটি পুকুরপাড়ের পাশে খড়ের গাদা পুড়তে দেখেন। খড়ের গাদার মাঝে জ্বলছে স্কুটি সহ দেহটি। এমন ভয়ানক ঘটনা দেখে আঁতকে উঠেছেন সকলেই। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষ সেখানে ভিড় জমান। ছুটে আসে পুলিশ। আসেন হেমতাবাদ থানার আইসি সুজিত লামা, রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি সহ পদস্থ কর্তারা। দেহটি পুরোপুরি পুড়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দগ্ধ দেহ, স্কুটি ও আনুসাঙ্গিক নমুনা উদ্ধার করে পাঠিয়েছে পরীক্ষার জন্য। পুলিশ উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। আতঙ্কিত সাধারণ মানুষজন। স্থানীয়দের অনুমান, সেই ব্যক্তিকে হয়তো খুন করেই পুড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জয়নাল আবেদিন বলেন, স্কুটি সহ মানুষটিকে পুড়িয়ে দেওয়া হয়েছে। খুন বলেই মনে হচ্ছে প্রাথমিক ভাবে। এই এলাকা আগে কখনও এমন ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দা নুর সরকার বলেন, প্রাতঃভ্রমণে বেড়িয়ে ঘটনাটি নজরে আসে। দুদিকে খড়ের পালার মাঝে জ্বলছিল দেহটি। ঘটনায় সকলেই আতঙ্কিত। খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।
মৃতের দাদা বাবন ক্ষেত্রি বলেন, শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন বিট্টু। সাধারণ ভাবেই বাড়ি থেকে তিনি বেড়িয়েছিলেন রাত আটটা থেকে সাড়ে আট টা নাগাদ। তারপর আর খোঁজ মেলেনি। রাতে থানায় মিসিং ডায়েরিও করা হয়েছিল। এরপর সকালে প্রকাশ্যে আসে এই ঘটনা। পুলিশ দগ্ধ দেহ ও স্কুটি উদ্ধার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে বিট্টু গাড়ি কেনা বেচা করতেন। সেই সঙ্গে সুদের কারবারও ছিল তার। গত দুদিন আগে টাকা পয়সা নিয়ে ফোনে ঝামেলা হয়েছিল। গত দেড় বছর আগে রায়গঞ্জের দেবীনগরে একটি দোকানের জায়গা নিয়েও তার ঝামেলা হয়ছিল। তবে কি কারণে এমন ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। তবে বিট্টুকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
Hemtabad
জ্বলন্ত খড়ের গাদায় ফেলে হত্যা যুবককে

×
Comments :0