MANIPUR VIOLENCE

৭ জন ধর্ষিত, দাবি মণিপুরের বিভিন্ন সংস্থার, নস্যাৎ বিজেপির

জাতীয়

গত সপ্তাহে মণিপুরের কাংপোকপিতে কুকি সম্প্রদায়ের দুই মহিলাকে নগ্ন করে হাটানোর একটি ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হওয়ার পর, যৌন নিপীড়নের বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। বিভিন্ন অ্যাসোসিয়েশন দাবি করেছে যে ৩ মে মণিপুরে হিংসা শুরু হওয়ার পর থেকে অন্তত সাত কুকি-জোমি মহিলা ধর্ষণের শিকার হয়েছেন। যদিও মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং দাবি করেছেন যে ধর্ষণের শুধুমাত্র একটি ঘটনাই রিপোর্ট করা হয়েছে।  "খুন, অগ্নিসংযোগ এবং দাঙ্গার অভিযোগ সহ রাজ্য জুড়ে নথিভুক্ত ৬,০৬৮টি এফআইআরের মধ্যে ধর্ষণের একটি ঘটনা পাওয়া গেছে," বীরেন সিং একটি সাক্ষাৎকারে বলেছেন। ৩মে মণিপুরে জাতিগত হিংসা শুরু হওয়ার পর থেকে ১৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

Comments :0

Login to leave a comment