Nigeria Blast

নাইজেরিয়ায় বিস্ফোরণ, নিহত ৫৪

আন্তর্জাতিক

Nigeria Blast

ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৫৪ জনের। ঘটনায় আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। বৃহস্পতিবার সংবাদ সংস্থার মাধ্যমে এই বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
নাইজেরিয়ার প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাইজেরিয়ার উত্তর-মধ্য অঞ্চলের নাসারাওয়া ও বেনু রাজ্য়ের মাঝামাঝি এলাকায় বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণ যখন ঘটে সেই সময় ঘটনাস্থলে বহু পশুপালক গবাদিপশু নিয়ে যাচ্ছিলেন।

বিস্ফোরণে বেশকয়েজন পশুপালক এবং উপস্থিত পথচারীর মিলিয়ে ৫৪ জনেরই মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কী কারণে এই বিস্ফোরণ তা জানা যায়নি। বিস্ফোরণের পিছনে নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শক্তিশালী বোমা বিস্ফোরণের কারণেই এত মানুষের মৃত্যু হয়েছে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে। 

Comments :0

Login to leave a comment