NATUNPATA : STORY : AGAMANI : MANISH DEB : 6 OCTOBER 2024, SUNDAY

নতুনপাতা : গল্প : আগমনী : মনীষ দেব : ৬ অক্টোবর ২০২৪, রবিবার

ছোটদের বিভাগ

NATUNPATA  STORY  AGAMANI  MANISH DEB  6 OCTOBER 2024 SUNDAY

নতুনপাতা 

গল্প

আগমনী
মনীষ দেব

লাল ফিতে-নীল ফ্রক রোদ্দুরে মেলা, ইস্কুলে যাবে মেয়েটা। বৃষ্টিতে ভিজে গেছে – এখন কান্না ঝরছে লাল ফিতে-নীল ফ্রক থেকে। আর ইস্কুলে ফিরবে না – মেয়েটা। সে এখন না ফেরার দেশে।
 

বাইরে অঝোর বৃষ্টি ধারা, অন্তরের ধারাপাত আর খুলবেনা – মেয়েটা। এসেছে শরৎ, কিন্তু মেয়েটা আর বলবে না – 
      দিঘি-ভরা জল করে ঢল ঢল, 
         নানা ফুল ধারে ধারে, 
  কচি ধানগাছে খেত ভরে আছে– 
     হাওয়া দোলা দেয় তারে। 
সেই হাওয়ার দোলাতেই, খেতের ধারে পড়ে ছিল মেয়েটার লাশ – 
    আমলকী-বন কাঁপে, যেন তার 
       বুক করে দুরু দুরু–
কাঁপছে বাংলা – রাগে-ক্ষোভে-অনুতাপে এবং 
    ছায়ার ঘোমটা মুখে টানি
    আছে আমাদের পাড়াখানি। 
এই লড়াইয়ে – এই আশ্বিনে ....

একটা নীলপদ্ম – রেখে আসি – আগমনীর বুকে।
বোধনের আগেই বিসর্জন – আগমনীর। 
     ভালবাসার – আগমনী।
       ভালবাসা – আগমনী।

Comments :0

Login to leave a comment