MUKTADHARA : BOOK REVIEW : PRODOSH KUMAR BAGCHI : MARX : 4 OCTOBER 2024, FRIDAY

মুক্তধারা : বই : মার্কসের রাজনৈতিক ভাবনার সাতকাহন : প্রদোষকুমার বাগচী : ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার

সাহিত্যের পাতা

MUKTADHARA  BOOK REVIEW  PRODOSH KUMAR BAGCHI  MARX  4 OCTOBER 2024 FRIDAY

মুক্তধারা : বই

মার্কসের রাজনৈতিক ভাবনার সাতকাহন
প্রদোষকুমার বাগচী


মার্কসের মতো একজন মহান চিন্তাবিদ, যাঁর বিপ্লবী মতাদর্শ যখন বিশ্বের উপর এমন নির্ণায়ক প্রভাব ফেলেছে, তখন এটা  
বেশ কৌতুকের যে তাঁর নিজের রাজনৈতিক লেখাগুলিই থেকে গিয়েছে চরম অবহেলিত।
দারিদ্রের সংসারে মার্কসের জীবন যখন নিদারুণ অনটনে, তখন তাঁর রাজনৈতিক লেখাগুলিকে প্রায়শই দেখা হয়ে থাকে  
নিছক পাঠ্য হিসাবে– যেন শুধু অর্থ উপার্জনের জন্যই তিনি এসব লিখেছেন। অথবা, সেগুলিকে দেখা হয় কেবল সুখপাঠ্য  
লেখা হিসাবে, যার সঙ্গে তাঁর অর্থনৈতিক অধ্যয়ন ও অন্যান্য লেখাপত্রের যোগসূত্র নিতান্তই কম।
প্রকৃতপক্ষে মার্কসের রাজনৈতিক লেখাগুলি শ্রেণিসংগ্রামের বিশ্লেষণে এবং এই সংগ্রামগুলি বুঝতে সাহায্য করার জন্য এক  
অভূতপূর্ব ভাষ্য।
সাধারণভাবে মার্কসকে তাঁর অর্থনৈতিক কাজের মধ্যে সীমাবদ্ধ রেখে সঙ্কীর্ণভাবে দেখা হয়। অথচ, মার্কসের রাজনৈতিক  
লেখাগুলি হলো তাঁর বিপ্লবী দৃষ্টিভঙ্গি বোঝার মূল চাবিকাঠি। 
দ্য জার্মান ইডিওলজি, কমিউনিস্ট ইশ্‌তেহার, ল্যুই বোনাপার্টের অষ্টাদশ ব্রুমেয়ার এবং ফ্রান্সে গৃহযুদ্ধ।
মার্কসের এই চারটি ধ্রুপদী অনন্য কাজ নিয়ে আলোচনা করেছেন মার্কসবাদী চিন্তাবিদ আইজাজ আহমেদ। একজন প্রকৃত  
মার্কসবাদী বুদ্ধিজীবী। একাধারে সাহিত্যের তাত্ত্বিক, উপনিবেশবাদী চিন্তার সমালোচক, ইতিহাসবিদ এবং পরিচিতিসত্তার  
অনুসন্ধানকারী। যাঁর ধ্রুপদী বিশ্লেষণ, উত্তর-মার্কসবাদ ‌আসলে প্রাক্-মার্কসবাদ ছাড়া আর কিছুই নয়, মার্কসকে অতিক্রম  
করে ভাববাদে প্রত্যাবর্তন।
আইজাজের সঙ্গী ছিলেন সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং ইতিহাসবিদ বিজয় প্রসাদ। লেফটওয়ার্ড বুকসের সম্পাদক।  
ট্রাইকন্টিনেন্টাল: ইনস্টিটিউট ফর সোশাল রিসার্চের অধিকর্তা।
আইজাজ আর বিজয়ের কথোপকথনই পরে প্রকাশ করে লেফটওয়ার্ড।দ্য পলিটিক্যাল মার্কস বইটি এবারে মুজফ্‌ফর  
আহ্‌মদ স্মৃতি পুরস্কার পেয়েছে। তারই ভাষান্তর প্রকাশ করছে মার্কসবাদী পথ, ‘রাজনৈতিক মার্কস’। ভাষান্তর করেছেন  
শৌভিক ঘোষ।
রাজনৈতিক মার্কস
আইজাজ আহমেদ। কথপোকথনে বিজয় প্রসাদ। অনুবাদ শৌভিক ঘোষ।  মার্কসবাদী পথ। কলকাতা। ২০০ টাকা।


 

Comments :0

Login to leave a comment