NATUNPATA : QUIZZ : AML KAR : ANS. 26 SEPTEMBER 2024 THURSDAY

নতুনপাতা : বলতে পারো : অমল কর : উত্তর ২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ছোটদের বিভাগ

NATUNPATA  QUIZZ  AML KAR  ANS 26 SEPTEMBER 2024 THURSDAY

নতুনপাতা : বলতে পারো

 

অমল কর

 

 

 

জিজ্ঞাসা

১) দলীপ ট্রফিতে এক ইনিংসে কে কে রেকর্ড আট উইকেট পান?
২) বিশ্ব টেস্ট ক্রিকেটে ১০ ইনিংসে রেকর্ড রান কার?
৩) ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি?
৪) কোন্ ছদ্মনামেও কবি শক্তি চট্টোপাধ্যায় লিখতেন?
৫) মানুষের শরীরে কতগুলো পেশি আছে?
৬) পশ্চিমবঙ্গের কোথায় "ডেয়ারি গাঁও" অবস্থিত?

সমাধান

১) দলীপ ট্রফিতে এক ইনিংসে এই পর্যন্ত রেকর্ড  ৮ উইকেট পান দেবাশিস মহান্তি, অশোক দিন্দা ও অনশুল কম্বোজ।
২) বিশ্ব টেস্ট ক্রিকেটে ১০ ইনিংসে ৮৯ বছরের (১৯৩৫ সালে করা) জর্জ হেডলির ৭৪৭ রানের রেকর্ড ভাঙলেন ভারতের যশস্বী জয়সওয়াল দশ ইনিংসে ৭৬৮ রান করে।
৩) চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ।
৪) কবি শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী' ছদ্মনামেও লিখতেন।
৫) মানুষের শরীরে ৫৩৯ টি পেশি আছে।
৬) পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সিটং ওয়ান ব্লকে ৩০০০ ফুট উচ্চতায় "ডেয়ারি গাঁও"  অবস্থিত। এই গ্ৰামে রাই গুরুং লেপচা ছেত্রী লিম্বু ইত্যাকার জনজাতির বাস।

Comments :0

Login to leave a comment