QUZEE / NatunPata — AML KAR / 17 AUGUST - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান - ২৪ আগস্ট

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  17 AUGUST - ANS

নতুনপাতা

অমল কর 

বলতে পারো

জিজ্ঞাসা
১) কবে প্রথম ভারতের পতাকা উত্তোলন করা হয়?
২) স্বাধীন ভারতে কবে বর্তমান জাতীয় পতাকা উত্তোলিত হয়?
৩) ভারতের সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী ও শহিদ কে ছিলেন ?
কবে তাঁর ফাঁসি হয়?
৪)কে ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম বীর মহিলা শহিদ ?
৫)কারা ছিলেন লাল বাল পাল?
৬)কে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ?

সমাধান 
১) কলকাতার পার্সিবাগানে 
৭ আগস্ট ১৯০৬ সালে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
২)২২/০৭/১৯৪৭ সালে ভারতের
বর্তমান তেরঙ্গা জাতীয় পতাকা ,
যা বিশ্বের সবচেয়ে সুন্দর বলে
কথিত, উত্তোলন করে ভারতীয় গণপরিষদ।
৩) ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ সংগ্ৰামী ও শহিদ ছিলেন
বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু ।জন্ম ০৩/১২/১৮৮৯ সাল।শহিদের আত্মবলিদান ১১ আগস্ট, ১৯০৮ সাল। 
৪) ভারতের স্বাধীনতা আন্দোলনের
প্রথম মহিলা শহিদ জাতীয়তাবাদী 
বিপ্লবী, চট্টগ্রাম অস্ত্রাগার অভ্যুত্থানের
অন্যতম বীর, বাংলার অগ্নিকন্যা,প্রীতিলতা ওয়াদ্দেদার(জন্ম ০৫/০৫/১৯১১, আত্মাহুতি ২৪/০৯/১৯৩২)।
৫) ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের
তিন পুরোধাব্যক্তিত্ব পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের  বাল গঙ্গাধর তিলক ও বাংলার বিপিনচন্দ্র পাল।
৬) পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং 
ড.রাজেন্দ্রপ্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি।

 

Comments :0

Login to leave a comment