আবারও লক্ষ লক্ষ টাকা উদ্ধার এক ট্রেন যাত্রীর কাছ থেকে। রবিবার সকালে হাওড়া শালিমার স্টেশনে একজন ট্রেন যাত্রীর কাছ থেকে ১৮ লক্ষ টাকা উদ্ধার করেছে শালিমার জিআরপি। আটক করা হয়েছে ওই ব্যক্তিকে। আটক ব্যক্তির নাম বিনয় কুমার। তিনি হাওড়ার পিকে ব্যানারে রোডের বাসিন্দা।
রেল পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে পটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসে শালিমার স্টেশনে এসে পৌঁছন বিনয় কুমার। তাঁর কাছ থেকে ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। এছাড়াও তাঁর কাছ থেকে পাটনা থেকে শালিমার পর্যন্ত একটি টিকিট পাওয়া গেছে। সকালে বিনয় কুমারকে শালিমার স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত জিআরপি আধিকারিকদের। তাঁরা বিনয় কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর কথায় অসঙ্গতি থাকায় তাঁর সাথে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হলে সেটি খুলে তল্লাশি শুরু করে জিআরপি। ব্যাগের ভিতরে থরে থরে টাকা সাজানো রয়েছে দেখা চমকে ওঠেন জিআরপির আধিকারিকেরা। এরপর বিনয় কুমারকে এই বিপুল পরিমাণ টাকার উৎস জানাতে চাওয়া হয়। সঠিক উত্তর দিতে পারেননি বিনয় কুমার ও কোন কাগজপত্র দেখাতে পারেন নি। এরপর তাঁকে আটক করে শালিমার জিআরপিতে নিয়ে আসা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। কোথায় থেকে এই টাকা নিয়ে তিনি আনছিলেন বা কোথায় যাচ্ছিলেন, তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন শালিমার জিআরপির আধিকারিকরা।
Howrah Shalimar
শালিমার স্টেশনে উদ্ধার ১৮ লক্ষ টাকা
×
Comments :0