Car Accident in Howrah

দুর্ঘটনার কবলে তৃণমূল বিধায়কের গাড়ি, মৃত ২, আশঙ্কাজনক ৩

রাজ্য

হাওড়ার বাঁকড়া থেকে কলকাতায় ফেরার পথে শিবপুরের চাছে দুর্ঘটনার কবলে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি। এই দুর্ঘটনার জেরে চালক সহ মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি আরও ৩ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক। গাড়িতে পাঁচ জন যাত্রী ছিলেন তবে দুর্ঘটনার সময় বিধায়ক ছিলেন না বলে জানা গিয়েছে। 
বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়িটি শনিবার রাতে চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান। নিজের আত্মীয়দের নিয়ে সেই গাড়ি করে হাওড়ার বাঁকড়া থেকে কলকাতায় ফিরছিলেন একাটি অনুষ্ঠানে শেষে। রাত প্রায় একটা নাগাদ ফরসোর রোডের কাছে একটি মলের কাছেই প্রচণ্ড গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একাটি ট্রেলারের পিছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রেলার পিছনে আটকে যায় গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে তীব্র আওয়াজ শুনেই স্থানীয়রা ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হাজির হয় শিবপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজকে মৃত বলে ঘোষণা করেন। অনান্যদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে বাকিদের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা। এই দুর্ঘটনা কি ভাবে ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।  যদিও তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা শনিবার সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘যেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে সেই গাড়িটি তাঁর নয়। তাঁর যে স্করপিও গাড়ি রয়েছে সেটি কোনও দুর্ঘটনার কবলে পড়েনি। তিনি এই দুর্ঘটনার বিষয়ে ছিছু জানেন না।’’

Comments :0

Login to leave a comment