BSF

২৬ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করলো বিএসএফ

রাজ্য জেলা

এর পাশাপাশি পাচারের আগে ২৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন সহ ৪৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করলো বিএসএফ। ঘটনাটি ঘটেছে নদিয়ার হোগালবাড়িয়া থানার মেঘানা গ্রামে। বিএসএফ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেঘনা বিওপির কোম্পানি কমান্ডার কল্যাণ হ্যান্ডিক কয়েক জন জওয়ানকে সাথে নিয়ে ভারত বাংলাদেশ সীমানা চিহ্নিতকারী ১৫১/৮ এস পিলারের কাছে অ্যাম্বুস করেন।  রাত্রী সাড়ে এগারোটা নাগাদ তাঁরা লক্ষ্য করেন,কয়েকজন পাচারকারী ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে। বিএসএফ জওয়ানরা পাচারকারীদের তাড়া করলে তারা কয়েকটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। কয়েকটি প্যাকেটে মোট ৪৬ কেজি ৬০০ গ্রাম গাঁজা এবং একটি আলাদা প্যাকেটে একটি ম্যাগজিন ও ২৬ টি তাজা কার্তুজ পাওয়া যায়।

Comments :0

Login to leave a comment