ভোটের আবাহে বসিরহাট ত্রিমোহনী এলাকা থেকে প্রচুর অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ। উদ্ধার হয় ৭এম এম পিস্তল চার রাউণ্ড কার্তুজ একটি কুড়ুল ভোজালি ও দুটি আই ফোন।
মঙ্গলবার গভীর রাতে বসিরহাট থানার পুলিশ খবর পায় বসিরহাট ত্রিমোহনীর এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। পুলিশ তাদের তাড়া করলে বাকিরা পালিয়ে গেলেও তিন দুষ্কৃতীকে ধরে ফেলে কর্তব্যরত পুলিশ কর্মীরা। বুধবার সকালে বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ সাংবাদিক সন্মেলন করে জানান, কি উদ্দেশ্যে দুষ্কৃতীরা বসিরহাট থানার অদূরে ত্রিমোহনী এলাকায় জড়ো হয়েছিল তা তদন্ত সাপেক্ষ। ধৃতরা হলো নুর আলম (২৮), ওমান ওসমান গাজি(২৮) ও হাসানুর গাজি(২৪)। নুর আলম বসিরহাট থানার সংগ্রামপুর এলাকার বাসিন্দা। ওমান ওসমান গাজি ত্রিমোহনীর বাসিন্দা ও হাসানুর গাজি নেওরা দিঘি এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল না কি অন্য কোন উদ্দেশ্য ছিল তা সবটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে এদিন তিনি জানান।
Basirhat Arrested
বসিরহাটে অস্ত্র সহ গ্রেপ্তার ৩
×
Comments :0