Gaza

শর্ত মানতে হামাসকে ‘৩-৪ দিন সময়’ ট্রাম্পের, গাজায় গণহত্যা অব্যাহত

আন্তর্জাতিক

এভাবেই তাড়ানো হচ্ছে গাজার বাসিন্দাদের।

মানতে হবে কুড়ি দফা শর্তের প্রতিটিই। দেওয়া হচ্ছে তিন থেকে চার দিন সময়। অমত জানালেই ইজরায়েলের আগ্রাসনে প্রকাশ্যে যোগ দেবে আমেরিকা। 
‘গাজায় শান্তির পক্ষে সমঝোতা পত্রের’ সরাসরি এই ব্যাখ্যায় দিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পাশে নিয়ে এই কুড়ি দফা শর্ত ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প। 
মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমে গাজার প্রতিরোধী গোষ্ঠী হামাস জানিয়েছে শর্তের প্রতিটি বিন্দু গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। তবে এই শর্ত যে এক তরফা তা উল্লেখ করছে বিশ্বের বিভিন্ন অংশই। 
মঙ্গলবার সারাদিনেও গাজায় ৫৯ জনকে হত্যা করেছে ইজরায়েল। গাজার কোন নাগরিকই নিশ্চিত কোন ঠাঁই খুঁজে পাচ্ছেন না। কেবল গাজা সিটি থেকেই প্রায় পাঁচ লক্ষ মানুষ উদ্বাস্তুর মতো অনির্দিষ্ট জায়গায় সরে যেতে বাধ্য হয়েছেন। 
কুড়ি দফা শর্তে বলা হয়েছে গাজার নিয়ন্ত্রণ থাকবে টেকনোক্র্যাটদের হাতে। কিন্তু প্যালেস্টাইনের মানুষ তাদের বেছে নেওয়ার সুযোগ পাবেন না। বেছে দেবে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘শান্তি পরিষদ’। 
বলা হয়েছে অস্ত্র ছেড়ে দিতে হবে হামাসকে। চাইলে গাজা ছেড়ে সরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বন্দিদের মুক্তি দিতে হবে। সে ক্ষেত্রে ইজরায়েল ও তাদের জেল থেকে মুক্তি দেবে প্যালেস্তাইনের নাগরিকদের। 
এদিকে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন যে আপাতত গাজা থেকে সেনা সরানোর কোন পরিকল্পনা নেই। হামাস শর্ত মানে কতটা তার ওপর নির্ভর করে ভবিষ্যতে ধাপে ধাপে সেনা সরানো হতে পারে।
মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমে একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন যে ট্রাম্পের কুড়ি দফা শর্ত আসলে আত্মসমর্পণের দলিল। গাজায় নিয়ন্ত্রণ এমন কি প্যালেস্তিনীয় অথরিটিকে (পিএ) ছাড়া হচ্ছে না। ‘পিএ’ কতটা সংস্কার করে তার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। 
বলা হয়েছে স্থিতিশীল করতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে। কিন্তু কে গঠন করবে এই আন্তর্জাতিক বাহিনী তা জানাননি ট্রাম্প। ফলে আমেরিকা ইজরায়েল নিয়ন্ত্রণে গাজাকে পরিচালনা করার আশঙ্কা দেখছে বিভিন্ন অংশ।  
এদিকে মিশর ইন্দোনেশিয়া সৌদি আরব কাতার তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরশাহী যৌথ বিবৃতিতে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। সেইসঙ্গে প্যালেস্তাইনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতির দাবিও তোলা হয়েছে। 
গাজার কোন কোন অংশ এর মধ্যেই ট্রাম্পের শর্তের বিরোধিতা করেছে

Comments :0

Login to leave a comment