আগামী শনিবার দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় বন্ধ থাকবে পানীয় জলের সরবরাহ। ৩১ জানুয়ারি, শনিবার সকালের পর থেকে বন্ধ থাকবে সরবরাহ। ১ তারিখ থেকে ফের জল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে কলকাতা কর্পোরেশন। কলকাতা কর্পোরেশন জানিয়েছে বিভিন্ন বহুতলে পানীয় জল সরবরাহের জন্য নতুন পাম্পিং স্টেশন করা হচ্ছে।
কর্পোরেশন জানিয়েছে, শনিবার পাইপলাইন মেরামতি ও রক্ষণাবেক্ষণের কারণে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে বিভিন্ন বরো এলাকায়।
বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনেও একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা কর্পোরেশনের বরো- ৮, ৯, ১০, ১১, ১২(পার্ট), ১৩, ১৪, ১৫ এবং ১৬-তে জল পাওয়া যাবে না। গার্ডেনরিচ থেকে জল সরবরাহ বন্ধ থাকবে। যার জেরে কালীঘাট, রানীকুঠি, গড়ফা, চেতলা, গলফ গ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, বাঁশদ্রোণী, পর্ণশ্রী, মেটিয়াব্রুজ, শকুন্তলা পার্ক সহ বহু জায়গায় পরিষেবা বন্ধ থাকবে।
মূলত পাইপলাইন সংস্কার ও উচ্চ ব্যাসের নতুন পাইপ যুক্ত হওয়ার জন্যই জল সরবরাহ ওই দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেয়র। ফিরহাদ বলেছেন, "৩১ জানুয়ারি সকাল ৯.৩০ টা অবধি জল পাওয়া যাবে। অর্থাৎ দুপুর ও বিকেলে জল সরবরাহ হবে না। পুনরায় ১ ফেব্রুয়ারি সকাল থেকে সরবরাহ স্বাভাবিক হবে।"
কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে এদিন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে প্রশ্ন করেন ভূগর্ভস্থ জল ব্যবহারের ক্ষেত্রে ডোমেস্টিক ও কমার্শিয়াল বিষয়ে পৌরসভার কোন আলাদা গাইডলাইন আছে? থাকলে তা কি?
উত্তরে মেয়র বলেন, "শহরের গভীর নলকূপ থেকে ভূগর্ভস্থ পানীয় জল উত্তোলন বন্ধ করতে এর আগে নানা পদক্ষেপ করা হয়েছে। নতুন করে গার্ডেনরিচে ময়লা ফেলার গ্রাউন্ডের জায়গা পরিষ্কার করে নতুন বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করা হবে। সেখান থেকে ৪০ মিলিয়ন গ্যালন পানীয় জল দক্ষিণ কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় সরবরাহ করা হবে। এই পাম্পিং স্টেশন থেকে মূলত বহুতলে জল সরবরাহ করবে।
KMC
শনিবার দক্ষিণ কলকাতায় জল সরবরাহ বন্ধ রাখবে কর্পোরেশন
×
Comments :0