এসআইআরের শুনানিতে যাওয়ার পথে হাওড়ার উলুবেড়িয়ার ১৬ নং জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের। ঘটনায় জখম হয়েছেন ওই পরিবারের আরেক জন। গুরুতর যখম অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার বেলা ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার চেকপোস্টের কাছে। পুলিশ জানিয়েছে নিহতদের নাম শেখ সিরাজ(৩২), শেখ রিয়াজ(৬) ও রিয়া খাতুন(৪)। আহতের নাম সাবিনা বেগম ওরফে জ্যোৎস্না। তিনি এখন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের বাড়ি সাঁকরাইলে। তবে বেসরকারি সংস্থায় কাজের সুবিধার কারণে বর্তমানে থাকতেন ধূলোগড়ে। এদিন জ্যোৎস্নার বাপের বাড়ি বাগনানেই তারা আসছিলেন। সেই সময় দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, জ্যোৎস্না তাঁর স্বামী ও দুই সন্তানকে নিয়ে বাইকে চেপে ধুলোগড় থেকে বাপের বাড়ি হাটুরিয়ায় আসছিলেন। ভোটের সমস্ত কাগজপত্র রয়েছে তাঁর বাপের বাড়ি বাগনান এক নম্বর ব্লকের হাটুরিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায়। সেখানেই এসআইআরের শুনানি ছিল। চেকপোষ্টের কাছে সিগন্যাল না মেলায় তাদের গাড়িটি দাঁড়িয়ে ছিল। সিগন্যাল ছাড়তেই তারা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সেই সময় পেছন থেকে একটি লরি এসে তাদের বাইকের পিছনে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে থেকে ছিটকে পড়েন তিনজন। বাইকের সামনে বসে থাকা রিয়াজ অন্য একটা লরিতে আটকে যায়। রাস্তার ডান দিকে পড়ে যায় রিয়াজের বাবা সিরাজ এবং বোন রিয়া। সিরাজ ও রিয়ার উপর দিয়ে অন্য গাড়ি চলে যায়। এদিকে রিয়াজের মা জ্যোৎস্না রাস্তার বাঁদিকে পড়ে তিনি গুরুতর জখম হন। পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে এলে সিরাজ, রিয়াজ ও রিয়াকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম অবস্থায় জ্যোৎস্নাকে ভর্তি করা হয় উলুবেড়িয়া মেডিকেল কলেজে। সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয়, কলকাতার এসএসকে হাসপাতালে। তারও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। জ্যোৎস্নার জ্যাঠতুতো দিদি নিনুয়ারা খাতুন বলেন, বাড়িতে চা ও হালকা টিফিন খেয়েই ওঁরা বাড়ি থেকে বেরিয়েছিল। হাটুরিয়া গুনিনপাড়ায় জ্যোৎস্নার বাপের বাড়িতে আসছিল। সেখানে পঞ্চায়েতেই জোৎস্নার এসআইআরের শুনানি ছিল। কি করে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছি না। গোটা পরিবারটাই প্রায় শেষ হতে বসল।
Road Accident In Uluberia
এসআইআর শুনানিতে যাওয়াপর পথে দুর্ঘটনায় নিহত ৩
×
Comments :0