PROBANDHYA | SOUMAYDEEP JANA | REPUBLIC DAY | MUKTADHARA | 29 JANUARY 2026 | 3rd YEAR

প্রবন্ধ | সৌম্য দীপ জানা | বর্তমান সময় সংবিধান ও গণপ্রজাতন্ত্রের প্রয়োজনীয়তা | মুক্তধারা | ২০২৬ জানুয়ারি ২৯ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

PROBANDHYA  SOUMAYDEEP JANA  REPUBLIC DAY  MUKTADHARA  29 JANUARY 2026  3rd YEAR

প্রবন্ধ 

মুক্তধারা 

বর্তমান সময় সংবিধান ও গণপ্রজাতন্ত্রের প্রয়োজনীয়তা

সৌম্য দীপ  জানা

২০২৬ জানুয়ারি ২৯ | বর্ষ ৩

 

 

এই ২৬ শে জানুয়ারি ২০২৬—ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই দিনটি কেবল একটি রাষ্ট্রীয় উৎসব নয়; এটি আমাদের জাতিসত্তা, আত্মমর্যাদা ও গণতান্ত্রিক চেতনার এক উজ্জ্বল স্মারক। ১৯৫০ সালের এই দিনেই ভারত নিজের সংবিধানকে কার্যকর করে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। দীর্ঘ দুই বছরের নিরলস পরিশ্রমে ডক্টর বি. আর. আম্বেদকর ও তাঁর সহকর্মীরা যে সংবিধান রচনা করেন, তা আজও আমাদের পথপ্রদর্শক।

ভারতীয় সংবিধান কেবল আইনসমষ্টি নয়; এটি ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শে গঠিত এক জীবন্ত দলিল। এই গ্রন্থে নাগরিকদের মৌলিক অধিকার যেমন নিশ্চিত করা হয়েছে, তেমনি রাষ্ট্রের কাঠামো, ক্ষমতার বিভাজন ও শাসনব্যবস্থার নীতিও সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের অধিকার, সমতার নিশ্চয়তা—এসব অধিকার আমাদের ব্যক্তিস্বাধীনতাকে সুরক্ষা দেয়। কিন্তু অধিকার ভোগের সঙ্গে সঙ্গে কর্তব্য পালনের দায়িত্বও আমাদেরই।

সংবিধানের এক বিশেষ অধ্যায়ে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, বৈজ্ঞানিক মনোভাব গড়ে তোলা—এসব কর্তব্য কাগজে লেখা কিছু নির্দেশমাত্র নয়; এগুলি আমাদের দৈনন্দিন আচরণে প্রতিফলিত হওয়া প্রয়োজন। নাগরিক হিসেবে আইন মানা, অন্যের অধিকারকে সম্মান করা এবং সমাজের দুর্বল অংশের পাশে দাঁড়ানো—এগুলিই প্রকৃত দেশপ্রেমের প্রকাশ।

বর্তমান সময়ে সংবিধান মানার গুরুত্ব আরও বেড়েছে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিভ্রান্তি, অসহিষ্ণুতা ও বিভাজনের ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে সংবিধান আমাদের স্থিতি ও ন্যায়ের পথে অবিচল রাখে। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনানুগ পথে সমস্যা সমাধান, মতভিন্নতার মধ্যেও সৌহার্দ বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস রাখা—এসবই সংবিধানচর্চার বাস্তব রূপ।

প্রজাতন্ত্র দিবস তাই কুচকাওয়াজ বা আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আত্মসমালোচনা ও আত্মসংকল্পের দিন। আমরা কি আমাদের কর্তব্য যথাযথভাবে পালন করছি? আমরা কি সংবিধানের আদর্শকে জীবনে ধারণ করতে পারছি? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতেই প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য।

সবশেষে বলা যায়, সংবিধান আমাদের অধিকার দেয়, আবার দায়িত্বও শেখায়। এই ভারসাম্য বজায় রেখেই একটি শক্তিশালী, মানবিক ও ন্যায়ভিত্তিক ভারত গড়ে উঠতে পারে। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে আমাদের প্রত্যয় হোক—সংবিধানকে কেবল মান্য করব না, হৃদয়ে ধারণ করব; নাগরিক কর্তব্য পালনের মধ্য দিয়েই দেশকে আরও সমৃদ্ধ ও ঐক্যবদ্ধ করে তুলব।

দশম শ্রেণী 
কল্যাণনগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা 
উত্তরপাড়া, রহড়া, খড়দহ

Comments :0

Login to leave a comment