তৃণমূলের আক্রমণকে প্রতিরোধ করেই বৃহস্পতিবার পরিবহন শ্রমিকদের সভা হয়েছে শিল্প ধর্মঘটের সমর্থনে। এগিয়ে চলেছে প্রচার জাঠা। আগামী ১২ ফেব্রুয়ারি শ্রমিক স্বার্থ বিরোধী ৪ টে শ্রমকোড বাতিলের দাবিতে সিআইটিইউ সহ অন্যান্য কেন্দ্রীয় (বিএমএসবাদে) ট্রেড ইউনিয়ন, ফেডারেশনের ডাকে সারা দেশে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই শিল্প ধর্মঘটের সমর্থনে এদিন বর্ধমান মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে প্রচার জাঠা গোটা জেলার বাস স্ট্যান্ড, বিভিন্ন গুডশড, টোটো স্ট্যান্ড সহ পরিবহন ঠেক গুলিতে পরিবহন শিল্প , শ্রমিকদের বিপর্যস্ত অবস্থার কথা তুলে ধরতে সভা করার অংশ হিসাবে যখন প্রচার গাড়ি উল্লাস, বাঁকুড়া মোড় হয়ে সগরাই মোড় বাস স্ট্যান্ডে ঢুকছিল তখন বাইরে থেকে তৃণমূলের ঝাণ্ডা নিয়ে কিছু লোক গালিগালাজ করতে থাকে। এখানে নামবেন না বলে চিৎকার করতে থাকে। প্রচার গাড়ি সেই দিকে নজর না দিয়ে বাসস্ট্যান্ডে গিয়ে দাড়ায়। শুরু হয় স্লোগান। তখনই জেলা পরিষদ সদস্য তৃণমূল নেতা বিশ্বনাথ রায়, রাধাকান্ত বাগের নেতৃত্বে প্রায় জনা ২০ তৃণমূল কর্মী ইউনিয়নের স্থায়ী জাঠা যাত্রী সহ সমবেত সিআইটিইউ, ইউনিয়নের কর্মীদের দিকে তেড়ে আসে। বলে এখানে সভা করা যাবেনা। গাড়ির উপর চাপড়াতে থাকে। ফ্ল্যাগ খোলার চেষ্টা করে। তখন সিআইটিইউ কর্মীরা বাঁধা দেয়। চলে হাতাহাতি। কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। কিন্তু ফ্ল্যাগ, গাড়িতে তৃণমূলীরা হাত দিতে পারেনি। এই ঘটনা ঘটার সময় ইউনিয়নের জেলা কমিটির সদস্য টোটো চালক মনি চক্রবর্তী মোবাইল ভিডিও করতে থাকলে, তাঁকে তৃণমূলীরা ঘিরে ধরে মোবাইল কেড়ে নিতে চাইলে, সেখানেও সকল কর্মীরা সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোয় তৃণমূলীরা সরে যায়। সমবেত কর্মীরা সিদ্ধান্ত নেন সভা এখানেই হবে। প্রতিরোধের সভায় বক্তব্য রাখেন দীপঙ্কর দে। ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার মজুমদার, শেখ স্বরূপ,বিজয় ঘোষ, শেখ শাজাহান সহ অন্যান্য নেতৃত্ব। মেজাজী মনোভাব নিয়ে প্রচার জাঠা ১০ টি বাসস্ট্যান্ড, ১৪ টি টোটো স্ট্যান্ড , লড়ি দাঁড়ানোর জায়গা তে প্রচার, সভা সংগঠিত করে।
Strike
তৃণমূলের হামলা মোকাবিলা করেই ধর্মঘটের সমর্থনে সভা বর্ধমানে
×
Comments :0