কেরালাকে দমবন্ধ করে মারতে চাইছে কেন্দ্রের সরকার। তা সত্ত্বেও কেবল টিকে নেই, সামনের দিকে এগচ্ছে কেরালা। বৃহস্পতিবার বাজেট পেশ করে একথা বললেন কেরালার অর্থমন্ত্রী কেএন বালাগোপাল। রাজ্যের বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও এই বাজেটকে ‘কেন্দ্রীয় বঞ্চনার সমুচিত জবাব আখ্যা‘ দিয়েছে।
বয়স্কদের জন্য আলাদা বাজেট পেশ করল কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার। গুরুত্ব দেওয়া হয়েছে বয়স্কদের চিকিৎসা পরিষেবা সুলভ করার লক্ষ্যে।
বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ হয়েছে কেরালা বিধানসভায়। স্নাতক স্তরে অবৈতনিক শিক্ষার জন্য বিশেষ বরাদ্দ করেছেন কেরালার অর্থমন্ত্রী কে এন বালাগোপাল। পড়ুয়া থেকে কর্মসংস্থান সংযোজনের ‘কানেক্ট টু ওয়ার্ক’ প্রকল্পে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্কলারশিপের জন্য।
বাজেটে বলা হয়েছে যে কেরালায় বয়স্কদের সংখ্যা জনসংখ্যার ১৮.৭ শতাংশ। কেরালায় যুব অংশের তুলনায় বয়স্কদের সংখ্যা বাড়ছে। তাকে বিবেচনায় রেখে বাজেটে পরিকল্পনা করা দরকার।
বাজেট প্রস্তাবে ‘বয়োমিত্রম’ প্রকল্পে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার লক্ষ্য জানানো হয়েছে। বয়স্কদের জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করছে কেরালা সরকার।
বাজেটে বলা হয়েছে, বয়স্কদের জন্য বিশেষ টিকাকরণ প্রয়োজন। আর্থিক সঙ্কটাপন্ন অংশের বয়স্কদের টিককাকরণে ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিশেষ বরাদ্দ হয়েছে যৌথ রান্নাঘর, নিয়মিত পরিচর্যায়। একেবারে শয্যাশায়ী বৃদ্ধদের পরিচর্যায় নিযুক্তদের মাসিক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।
বাজেটে একদিকে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে।
বাজেটের আগেই রাজ্যের আশাকর্মীদের ভাতা রাজ্য সরকার ১ হাজার টাকা বাড়িয়েছিল। বাজেটে আরও ১ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী, প্রাক-প্রাথমিক শিক্ষক এবং সাক্ষরতা কর্মীদের ভাতাও ১ হাজার টাকা করে বাড়ানোর ঘোষণা করা হয়েছে বাজেটে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ‘‘একদিকে এই বাজেট শ্রমিক, কৃষক, মধ্যবিত্তকে স্বস্তি দেবে। আরেকদিকে ব্যবসা-বাণিজ্যে যুক্ত বিভিন্ন অংশের সুবিধাও নজরে রাখা হয়েছে।’’ তিনি বলেছেন, ‘‘কেন্দ্রের সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাহ্য করে কেরালার ন্যায্য আর্থিক প্রাপ্য আটকে রেখেছে। রাজ্য সরকারের ঋণ নেওয়ার সংস্থানেও হাত দিচ্ছে। এই বাজেট সেই বঞ্চনাকে কড়া রাজনৈতিক জবাব দেবে।’’
বাজেটে বিরল খনিজ উত্তোলন এবং বন্দর সংযোগের মতো পরিকাঠামো প্রকল্পে বিশেষ বরাদ্দ করা হয়েছে।
Kerala Budget
বয়স্ক থেকে অঙ্গনওয়াড়িতে বরাদ্দ, কেন্দ্রীয় বঞ্চনাকে জবাব কেরালার বাজেটে
×
Comments :0