এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর যাদবকে সংসদে ভর্ৎসনার প্রক্রিয়া শুরু করলেন বিরোধী সাংসদরা। বিশ্ব হিন্দু পরিষদের সভায় গিয়ে সরাসরি মুসলিম বিদ্বেষ ছড়াতে শোনা গিয়েছিল এই বিচারপতিকে।
ভর্ৎসনার জন্য জন্য নোটিশে সি করেছেন রাজ্যসভার ৩৬ সাংসদ। বিচারপতির ভূমিকার নিন্দা করে আনা প্রস্তাবে সই করেছেন কংগ্রেসের দিগ্বিজয় সিং, জয়রাম রমেশ, সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস, সিপিআই সাংসদ সন্দেশ কুমার, আরজেডির মনোজ কুমার, আম আদমি পার্টির সঞ্জয় সিং। বৃহস্পতিবার বিরোধী আরও সাংসদের সই নেওয়া হবে।
গত ৮ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদের আইনি সেলের একটি সভায় বিচারপতি শেখর যাদব বলেন, "আমার বলতে কোন দ্বিধা নেই যে এই দেশের নাম হিন্দুস্তান। সংখ্যাগরিষ্ঠের ইচ্ছে অনুযায়ীই চলবে এই দেশ। আপনি আইনজীবী, ব্যবসায়ী বা ছাত্র যাই হোন না কেন প্রথমেই আসবে আপনার হিন্দু পরিচয়।"
মুসলিম সংখ্যালঘুদের লক্ষ্য করে ‘দেশবিরোধী’, ‘এগনোর পথে বাধা’- বলতেও ছাড়েননি বিচারপতি। বিষয়টিতে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে চিঠি দেন সিপিআই(এম) পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত। তিনি সেই চিঠিতে উল্লেখ করেন যে, একজন বিচার বিভাগের আধিকারিক বিশ্ব হিন্দু পরিষদের মতো এমন ধর্মীয় সংকীর্ণতাবাদী সংগঠনের অনুষ্ঠানে অংশ নিতে পারেন কিনা তা দেখারদরকার আছে।
১৯৬৮’র বিচারকদের বিরুদ্ধে তদন্ত বিষয়ক আইন অনুযায়ী লোকসভায় অন্তত ১০০ এবং রাজ্যসভায় অন্তত ৫০ সাংসদ নিন্দা প্রস্তাবে সই করলে তবে তা সংসদের নির্দিষ্ট প্রক্রিয়া শুরু হয়।
Judge Impeachment
ঘৃণাভাষণে দায়ী বিচারপতির ভর্ৎসনার প্রস্তাবে সই ৩৬ সাংসদের
×
Comments :0