PREGNANT in GAZA

৫০ হাজার প্রসূতি, স্বাস্থ্য ব্যবস্থাই প্রায় নেই গাজায়

আন্তর্জাতিক

হাসপাতাল ভেঙে গিয়েছে ইজরায়েলি বোমায়। নেই জ্বালানি, বিদ্যুৎ। ৮০ শতাংশ মানুষ নিরাশ্রয়। এই হাজাতেই সন্তানসম্ভবা ৫০ হাজারের বেশি মহিলা। স্বাস্থ্য ব্যবস্থায় এই ভয়াবহ সঙ্কটে এত মহিলার কী হবে!
এই মর্মে আশঙ্কা জানিয়ে বিশ্বকে প্রশ্নের মুখে ফেলল রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের ত্রাণ বিষয়খ বিভাগ ইউএনআরডব্লিউএ বিবৃতিতে প্রকাশ করেছে মঙ্গলবারই। আর এদিনই প্যালেস্তাইনের স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে, ইজরায়েলের বোমায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। খান ইউনিস এলাকায় ইজরায়েলের ট্যাঙ্ক অবিরাম আঘাত হানছে বসতি এলাকায়। 
এর আগে গাজার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার ওপর ত্রাণ বন্ধ। যে কনও সময় মহামারী হতে পারে প্যালেস্তাইণের এই এলাকায়। 
প্যালেস্তাইনের স্বাস্থ্য বিভাগ জানাচ্ছে গত চব্বিশ ঘন্টায় গাজায় নিহত ২৪১। আহত ৩৮২। ইজরায়েলের বোমাবাজি থামছে না। 
এর মধ্যে লেবানন সীমান্তেও বোমাবর্ষণ চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলের সেনার ওপর অন্তত আটবার পালটা আঘাত করা গিয়েছে বলে জানাচ্ছে লেবাননের হিজবুল্লা গোষ্ঠী।

Comments :0

Login to leave a comment