একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কলকাতার কসবা এলাকা থেকে মুকুটমনিপুর আসা একটি পর্যটকবাহী বাস। শনিবার সকালেই ঘটনাটি ঘটে বাঁকুড়া খাতড়া রাস্তার ইন্দপুর থানার বাগডিহা গ্রামে। ঘটনায় ৬৫ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে ৫জনকে আংশকাজনক অবস্থায় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা হল পর্যটকরা সবাই কসবার রুবি এলাকার বাসিন্দা ও রিক্সাচালক ইউনিয়নের সদস্য। এই দুর্ঘটনার খবর পেয়েই ইন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সাহায্য নিয়ে আহতদের উদ্ধার করা হয়। তাঁদের ইন্দপুর থানায় চিকিৎসা করা হয়। ৫ জনকে বাঁকুড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাসচালক ব্যসদেব শাসমল জানান, ‘‘উল্টো দিক থেকে আসা একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্যই নিয়ন্ত্রণ হারিয়ে হারিয়ে ফেলি।’’
Comments :0