বিকেলে ধর্মতলায় প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে বামফ্রন্ট। সেই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। সব বুক স্টলে প্রতিবাদ এবং অনশনরত আন্দোলনরতদের পক্ষে সংহতির আহ্বানও জানিয়েছেন তিনি।
শুক্রবার কলকাতায় মুজফ্ফর আহমদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সেলিম। অনশনরত চিকিৎসক অনিকেত মাহাতোকে সিসিইউ-তে ভর্তি করতে হয়েছে। সেলিম বলেছেন,‘‘অসংবেদনশীল নিষ্ঠুর সরকার। একজন হাসপাতালে তবু একেবারে উদাসীন হয়ে রয়েছে।’’
এদিনই ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ডাকে সমাবেশ। এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বামফ্রন্টও।
সিনিয়র ডাক্তারদের যৌথ মঞ্চ অনশনরতদের প্রতি আবেদনে বলেছে, এই মুহূর্তে তোমাদের একজন সহযোদ্ধা হাসপাতালে। আমাদের বিশ্বাস, স্বাস্থ্যের বিষয়টিকে যথোচিত গুরুত্ব দিয়ে এবং সেই সঙ্গে আন্দোলন , যা আমাদের আশঙ্কা দীর্ঘমেয়াদী ও দীর্ঘস্থায়ী হবে, তাকে আরো তীব্র ও তীক্ষ্ণ করার জন্যে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।
সেলিম তীব্ ক্ষোভ জানান প্রতিবাদীদের প্রতি পুলিশের আচরণে। দক্ষিণ কলকাতায় চিলিৎসকদের প্রতিবাদে শামিল হওয়ার জন্য একটি পুজো মণ্ডপের সামনে থেকে প্রতিবাদীদের গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তাঁদের জামিনের বিরোধিতা করেছে। এই ৯ জন সম্পর্কে বলেছে যে ‘এঁরা ডাক্তার নন’। সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর ধারা আনা হয়েছে সদ্য কৈশোর পার হওয়া প্রতিবাদীরদের ওপর।
সেলিম বলেন, ‘‘কলকাতার পুলিশ কমিশনার বদলেছে, কিন্তু পুলিশের মনোভাব বদলায়নি। পুলিশকে দলদাস হলে চলবে না। মানুষের রাগ সরকারের ওপর, সরকারের অসংবেদনশীল আচরণের কারণে।’‘
MD SALIM DOCTORS
ধর্মতলায়, প্রতিটি বুক স্টলে প্রতিবাদের ডাক সেলিমের
×
Comments :0