চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের ইক্সিং শহরের একটি ভোকেশনাল স্কুলে ছুরি হামলায় আটজন নিহত ও ১৭ জন আহত।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উক্সি ভোকেশনাল ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
ইক্সিংয়ের পাবলিক সিকিউরিটি ব্যুরোর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ২১ বছর বয়সী সন্দেহভাজন শু ঘটনাস্থল থেকে ধরা পড়ে এবং সে তার অপরাধ স্বীকার করে।
পুলিশ জানিয়েছে, এ বছর স্কুলের স্নাতক হওয়া শু পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে স্নাতক সার্টিফিকেট না পাওয়ায় এবং ইন্টার্নশিপের বেতন নিয়ে অসন্তোষ প্রকাশ করতে স্কুলে ফিরে আসে।
উদ্ধার তৎপরতা চলছে এবং পুলিশ ঘটনাটি আরও তদন্ত করছে। এক্স-সহ পশ্চিমী সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত লোকজন রাস্তায় পড়ে আছেন এবং অন্যরা সাহায্যের জন্য ছুটে আসছেন। যদিও, চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে কিওয়ার্ড সার্চ করে এই সংক্রান্ত কোনো ভিডিও বা ছবি পাওয়া যায়নি।
China
চীনের ভোকেশনাল স্কুলে ছুরি হামলায় নিহত ৮, আহত ১৭
×
Comments :0