AAP VOTE SHARE

আপ’র ভোট প্রায় ১০% কমছে, অভিযুক্ত কমিশন

জাতীয়

নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ মাথায় নিয়ে দিল্লির ভোট গণনা চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটের চূড়ান্ত সংখ্যা প্রকাশ করেছে দিল্লির ভোট মিটে যাওয়ার ৪৮ ঘন্টা পর।  বিজেপি এগিয়ে রয়েছে ৪২ টি আসনে। ৭০ আসনের বিধানসভায় গরিষ্ঠতা জন্য প্রয়োজন ৩৬ আসন।
‘আপ’ নেতা অরবিন্দ কেজরিওয়াল নয়া দিল্লি কেন্দ্রে প্রায় ১৪ হাজার ভোটে এগিয়ে রয়েছে। তবে দলের নেত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী কালকাজি কেন্দ্রে পিছিয়ে রয়েছেন। এই কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি’র প্রার্থী রমেশ বিদুরি।
ভোটদাতার সংখ্যা ২.৫ শতাংশ কম ২০২০’র তুলনায়। ভোট শেষ হওয়ার ৪৮ ঘন্টা কেটে যাওয়ার পর কেন মোট ভোটার সংক্রান্ত তথ্য দিতে হলো তার ব্যাখ্যা কমিশনের কাছে নেই। 
আপ’র অভিযোগ, ১৭ সি ফর্ম অনুযায়ী তথ্য দেওয়া হলো কিনা নিশ্চিত নয়। কারণ কমিশন‌ দুদিন পর চূড়ান্ত তথ্য দিলেও ফর্ম আপলোড করেনি ওয়েবসাইটে। 
আপ নিজের উদ্যোগে ওয়েবসাইট খুলে বুথ ধরে ভোটদানের সংখ্যা বের করেছে। 
এর আগে মহারাষ্ট্র নিয়ে গরমিলের অভিযোগ ওঠে। দিল্লিতে ও লোকসভার সময় থেকে দেখা যায় যে প্রায় ৮ লক্ষ ভোটার বেড়ে গিয়েছে। অরবিন্দ কেজরিওয়ালি তার নিজের কেন্দ্রেও নয়া দিল্লিতে ৩০ থেকে ৪০ হাজার ভোটার বেড়ে যাওয়ার অভিযোগ তোলেন।

Comments :0

Login to leave a comment