ABHAYA MANCHA

‘অভয়া মঞ্চে’-র ডাকে মিছিল দেখুন সরাসরি

জেলা কলকাতা

ছবি ও ভিডিও: প্রিতম ঘোষ

অরিজিৎ মণ্ডল

‘অভয়া মঞ্চ’-র ডাকে শুরু হয়েছে মিছিল। নির্যাতিতার বিচার নেই ধর্ষণ-খুন কাণ্ডের ১০০ দিন পরও। বিচারের দাবিতে এই ক্ষোভ জানিয়ে রবিবার মিছিল শুরু হয়েছে পানিহাটি থেকে। পৌঁছাবে শ্যামবাজার। মিছিলে রয়েছে নিহত চিকিৎসকের বাবা এবং মা।
এদিন মিছিলের আগে সভা করার জন্য মঞ্চ বাঁধার অনুমতি দেয়নি পুলিস। তবে প্রতিবাদীরা তাতে দমেননি। বিচারের দাবি জানানোর পাশাপাশি টি-শার্ট পরেছেন, তাতে লেখা ‘শিরদাঁড়া বিক্রি নেই’। 
আর জি করে নিহত ধর্ষিত চিকিৎসকের বাড়ি পানিহাটি-সোদপুর এলাকায়। সেখান থেকে মিছিল যাবে আর জি কর হাসপাতালের সামনে শ্যামবাজারে।
এখানে এদিনই রাতে জুনিয়র চিকিৎসক ফ্রন্টের ডাকে আরেকটি সভা হওয়ার কথা রয়েছে। 
শিয়ালদহে বিচার আদালতে চার্জ গঠন হয়েছে কেবলমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নামে। শুরু হয়েছে বিচার। কিন্তু বিচারের নামে ঘটনাকে লঘু করে দেওয়ার অভিযোগে সরব প্রতিবাদীরা। তাঁরা বলছেন, চিকিৎসক-ছাত্রীকে খুন হতে হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি-দুষ্কৃতী চক্রের রমরমার কারণে। মেডিক্যাল শিক্ষা থেকে শবদেহ পাচার, সর্বত্র দুর্নীতি। প্রতিবাদ করলে বদলি, নয়তো হুমকি। এই হুমকি সংস্কৃতির বিরুদ্ধে রাজ্যের সব মেডিক্যাল কলেজে নেমেছেন ছাত্র-শিক্ষকরা। বস্তুত সোমবারই স্বাস্ত্য ভবন অভিযানের ডাক দিয়েছে চিকিৎসকদের যৌথ মঞ্চ। কারণ বিচারের দাবি আন্দোলনের যুকত দুই চিকিৎসক-শিক্ষককে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ থেকে গ্রামীণ হাসপাতালে বদলির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য প্রশাসন। যেখানে মেডিক্যাল কলেজ হাসপাতালে এমন চিকিৎসকের অভাব রয়েছে। রোগীর ভিড়ও সবচেয়ে বেশি।
‘অভয়া মঞ্চ’ এদিন এই হুমকির শাসন, তথ্য লোপাটের মতো দুর্নীতির কাঠামোকে ঘিরেই ক্ষোভ জানিয়েছে। বৃহত্তর ষড়যন্ত্রে শামিল প্রত্যেকের বিচারের দাবি তুলে চলছে মিছিল।  

 

Comments :0

Login to leave a comment