নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু হল এক মহিলা নির্মান শ্রমিকের। মৃতের নাম শ্যামলী বাগ(৪৫)। চন্দননগর গোস্বামী ঘাট এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, চন্দননগর লালবাগান বেলতলা এলাকায় একটি পাঁচতলা আবাসন তৈরির কাজ চলছে। সোমবার সকালে সেই আবাসনে কাজ করার সময় বাঁশের ভারা থেকে পরে যান ওই মহিলা নির্মান শ্রমিক। তাঁকে তৎক্ষণাৎ চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে চন্দননগর থানার পুলিশ। হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। ওই আবাসনের নির্মাণ কর্মীদের অভিযোগ কোনরকম সেফটি বেল্ট ছিল না। তার জন্যই এত বড় দুর্ঘটনা। এই আবাসনের মালিক অচিন্ত্য দাস ও হারাধন ব্যানার্জি দুর্ঘটনার পর থেকে দুজনকেই দেখা যায়নি।
Female worker dies
নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু মহিলা শ্রমিকের
সেফটি বেল্ট না থাকায় নির্মিয়মান আবাসন থেকে পরে মৃত্যু হল এক মহিলার
×
Comments :0