IGOR STIMAC

ইগর স্টিম্যাচকে সরালো এআইএফএফ

খেলা

আর হেড কোচ থাকছেন না ইগর স্টিম্যাচ। বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক পর্বে ভারতীয় পুরুষ ফুটবল দলের পারফরম্যান্স হতাশাজনক। এই কারণে  স্টিম্যাচকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত জানিয়েছে এআইএফএফ। 
২০১৯-এ স্টিম্যাচকে প্রধান কোচের দায়িত্ব দেয় এআইএফএফ। গত বছর তাঁর দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছিল। ভারত এবার ফুটবল ওয়ার্ল্ড কাপের যোগ্যতামান পেরনোর পর্বে আটকে গিয়েছে দ্বিতীয় রাউন্ডে। সেকেন্ড রাউন্ডে কাতারের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয়েছে। 
এআইএফএফ’র বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬’র ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ধারক পর্বে ভারতীয় পুরুষ ফুটবল দল ভালো খেলতে পারেনি। সব সদস্যই প্রধান কোচের পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment