Greater NOIDA Farmers

জেল থেকে বেরিয়েই যোগী-মোদীকে হুঁশিয়ারি কৃষকনেতার (দেখুন ভিডিও)

জাতীয়

গ্রেটার নয়ডায় কৃষকদের বলছেন সারা ভারত কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান।

গ্রেটার নয়ডায় জমির ক্ষতিপূরণের দাবিতে লড়ছেন কৃষকরা। মঙ্গলবার শয়ে শয়ে কৃষককে গ্রেপ্তার করেছিল যোগী আদিত্যনাথের পুলিশ। গ্রেপ্তার করা হয় সারা ভারত কৃষকসভার নেতা রূপেশ ভার্মাকেও। 
বুধবার ফের দিল্লি লাগোয়া এই এলাকায় সমাবেশে কৃষকরা। আন্দোলনের চাপে জেল থেকে ছাড়তে হয়েছে রূপেশের মতো কৃষকনেতাদের। বুধবারই অবস্থান মঞ্চ থেকে হুঁশিয়ারি তাঁর, ‘‘ফের জেলে যেতে হয় যাব। লড়াই ছাড়ব না।’’
রূপেশ বলেছেন, ‘‘ক্ষতিপূরণের দাবি ন্যায্য, ভয় দেখিয়ে আন্দোলনকে দমানো যাবে না।’’

Comments :0

Login to leave a comment