ANAYAKATHA — PALLAV MUKHAPADHAYA / MUKTADHARA - 12 NOU

অন্যকথা — উৎসবের আলো, আলোর উৎসব / মুক্তধারা

সাহিত্যের পাতা

ANAYAKATHA  PALLAV MUKHAPADHAYA  MUKTADHARA - 12 NOU

মুক্তধারা

অন্যকথা

উৎসবের আলো, আলোর উৎসব
পল্লব মুখোপাধ্যায়

 

দীপাবলি। আলোর উৎসব। গ্রাম থেকে শহর সেজে ওঠে আলোর মালায়। মাটির প্রদীপ
থেকে সাদা বা রংবেরঙের মোমবাতি হয়ে ডিজাইনার আলো। শহর থেকে শহরতলি,
নিজবাড়ি থেকে আবাসন টুনি বা ডিজাইনার বাল্বে ঝকমক করে। দীপাবলির আগে থেকেই
শুরু হয়ে যায় আতসবাজির খেলা। উৎসবের এটি একটি দিক। কিন্তু এটিই উৎসবের
পুরোদস্তুর ছবি নয়। আলোর নিচেই থাকে অন্ধকার। নিকষ অন্ধকার। বহু মানুষের
দীর্ঘশ্বাস মিশে আছে উৎসবের হাওয়ায়। তবু উৎসব আসে, আলো জ্বলে, বাদ্যি বাজে,
নতুন পোশাকে পরিবেশের রং বদলে যায়। উৎসবের সঙ্গে মানাসই আনন্দের ছোঁয়া।


পাশাপাশি মিশে আছে বেদনা ও ক্ষোভেরও প্রতিধ্বনি। নিরংকুশ আলোর উৎসব কবেই
বা দেখা গেছে। উৎসবের আলো পৌঁছতে পারে না অনেক ঘরে। উপার্জন বন্ধ ঘরে
কার্যত বন্ধ হয়ে যায় উৎসব পালন ও উপভোগের দরজা। আলো ঝলমল পরিবেশে এ
প্রশ্ন অধরা, অনুচ্চারিতই থেকে যায়, কার ঘরে জ্বলেনি দীপ, কে আছে আঁধারে, কার
বাছার জোটেনি দুধ, কে আছে অনাহারে ? এবারের আলোর উৎসবেও আছে কর্মহীন
মানুষের দীর্ঘশ্বাস, আছে উচ্ছিন্ন মানুষের হাহাকার, আছে আরও নানা বেদনা। তাই এ
সময়ের প্রয়োজন সবাই মিলে মিশে থাকা, সবাইকে ভালোবাসা, মানুষে মানুষে ঐক্য,
সংহতি। সবাইকে ভালোবাসতে না পারলে যে মনের কালিমা ঘুচবে না। কারণ, দীপাবলি তো
মনের আঁধার দূর করারও উৎসব। 

Comments :0

Login to leave a comment