Drowned

ডুবে মৃত্যু সাফাই কর্মীর

জেলা

প্রতিবেশীর অনুরোধে পুকুরে নেমে একটি ভেসে যাওয়া নাইটি উদ্ধার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একজন সাফাই কর্মীর। ঘটনাটি হয়েছে মহাজাতি আগরপাড়া নর্থ স্টেশন রোডের আগরপাড়া কল্যাণ সমিতি সেনবাগান পুকুরে। জানা গেছে, একজন প্রতিবেশীর নাইটি হাওয়ায় উড়ে গিয়ে পুকুরে পড়লে তিনি সেটি উদ্ধার করে এনে দিতে বলেন, সাফাই কর্মী অর্জুন নায়েক(৪২)কে। কিন্তু জলে নামার পরে পুকুরটিতে তলিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজি করার পরেও না পাওয়া গেলে খড়দহ থানায় খবর দেওয়া হয়। থানার মাধ্যমে ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিরা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। শেষ পর্যন্ত নাইটিটি উদ্ধার করতে পুকুরের যে স্থানে সে পৌঁছেছিল ঠিক সেখানেই ডুব দিয়ে তার মরদেহ পাওয়া যায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য খরদহ বলরাম হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। প্রতিবেশীরা বলছেন, সাঁতার জানলেও অর্জুন নায়েকের মৃগী রোগও ছিল। তাঁর স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রয়েছেন। সাফাই ছাড়াও নানা ধরনের কাজ করাই অর্জুন নায়েকের জীবিকা ছিলো। এই ঘটনায় ওই অঞ্চলের মানুষ শোকাহত।
 

Comments :0

Login to leave a comment