মঙ্গলবার জামুড়িয়া থানার অন্তর্গত ইসিএল-এর শিবডাঙা খোলামুখ খনির ওভার বার্ডেন ( কয়লার উপরি স্তরের মাটি পাথর) ইয়ার্ডে জ্বালানী কয়লা সংগ্রহ করতে গিয়ে বিশাল পাথর চাপা পড়ে এক আদিবাসী কিশোরের মৃত্যু হয়। মৃতের নাম সুদীপ টুডু ( ১৪)। বাড়ি জামুড়িয়ার আদিবাসী অধ্যুষিত জবা আটপাড়া গ্রামে।
এদিন দুর্ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ৯টা নাগাদ। ওভার বার্ডেনের সঙ্গে মিশে থাকা কিছু কয়লা ইয়ার্ডে ডাম্পিং হয়। স্থানীয় মানুষ নিজেদের জ্বালানী সংগ্রহের জন্য মাটি পাথর সরিয়ে সেখানে প্রতিদিনই কয়লা বাছাই করে থাকেন। দিনমজুর পরিবারের কিশোর সুদীপ টুডু তার বাবা ও মায়ের সঙ্গে ডাম্পিং ইয়ার্ডে কয়লা সংগ্রহ করছিল। হঠাৎ উঁচু থেকে বিশাল একটি পাথর গড়িয়ে পড়লে তার তলায় কিশোরটি চাপা পড়ে যায়। স্থানীয় মানুষ পাথর সরিয়ে তাকে উদ্ধার করেন। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় তার মৃত্যু হয়েছে। সপ্তম শ্রেণীর ছাত্র আদিবাসী গরিব পরিবারের কিশোরের মৃত্যুতে শোক ছড়িয়েছে। ইসিএল ওভার বার্ডেন ডাম্পিং ইয়ার্ডে পাহারার ব্যবস্থা করেনি। এলাকাটি ঘিরেও রাখেনি। মাটি পাথরের সঙ্গে মিশে থাকা অল্প কিছু কয়লা, যা ইসিএল ফেলে দিয়েছে, সেইটুকুই জ্বালানী হিসাবে কাজে লাগাবার জন্য জীবন বিপন্ন করে কয়লা সংগ্রহ করেন স্থানীয় মানুষ।
Coal Mine Collapse
খোলামুখ খনিতে পাথর চাপা পড়ে কিশোরের মৃত্যু
×
Comments :0