আবাস যোজনায় দুর্নীতিমুক্ত তালিকা প্রকাশ করতে হবে সব গরিবের নাম রাখতে হবে। রবিবার মালদহের চাঁচলে এই দাবি সরবে উঠল সারা ভারত খেতমজুর ইউনিয়নের পথসভায়। চাঁচল-২ ব্লকের মালতিপুরে সভায় দাবি ১০০ দিনের কাজ বছরে ২০০ দিন করারও। ৬০০ টাকা দৈনিক মজুরি। বিড়ি শ্রমিকদের হাজার প্রতি ২০২ টাকা মজুরি, মহিলাদের বিকল্প কর্মসংস্থান, আদিবাসীদের পাট্টা জমির রেকর্ড, আরজিকরের কান্ডে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয় পথসভায়।
বিএলএলআরও দপ্তরে বিক্ষোভ কর্মসূচি চলছে। দাবি, জমি বেহাত করা চলবে না। ভূমিহীনদের জমি দিতে হবে।
২৬ নভেম্বর দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসাবে শ্রমিক-কৃষক-খেতমজুরদের মালদহ শহরে এসপি অফিস অভিযান হবে।
এদিন গোষ্ঠী মুন্ডার সভাপতিত্বে পথহভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ঘোষ, জমিল ফিরদৌস, সাধু টুডু, ফিরোজ সেখ, সাকিব সেখ, নাজিম সেখ, আবু সুফিয়ান, গণেশ লহরী, মোস্তাফা সেখ, নাসিমা খাতুন।
AWAS AGRI Workers
আবাস তালিকায় সব গরিবের নাম, চাঁচলে দাবি খেতমজুরদের
×
Comments :0