যোগী সরকারের কাছে কুম্ভ মেলার সময় বাড়ানোর আবেদন করলেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির সাংসদদের কথায় ৭৫ দিন কুম্ভ এবং মহা কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার সময়সীমা কমানো হয়েছে।
উত্তরপ্রদেশের প্রাক্তন বিরোধী দলনেতার কথায়, আরও অনেক দর্শনার্থী কুম্ভ মেলায় যেতে চায়। তাই সময় বাড়ানোর প্রয়োজন।
সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে বিপুল সংখ্যায় দর্শনার্থী মেলায় যাচ্ছেন। ট্রেন সহ বিভিন্ন পরিবহনে ভীর লক্ষ্য করা যাচ্ছে।
উল্লেখ্য এবারের কুম্ভ মেলাকে কেন্দ্র করে বিপুল ধর্মীয় উন্মাদনা তৈরি করা হয় বিজেপি আরএসএসের পক্ষ থেকে। নিজেদের প্রচারে ব্যাস্ত থেকেছেন নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ।
সরকারের উদাসীনতার কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জন দর্শনার্থীর। আগুন লাগার ঘটনাও ঘটেছে কুম্ভ মেলায়।
Akhilesh Yadav
কুম্ভ মেলার সময় বাড়ানোর দাবি অখিলেশের
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24171/67b08ba3429b0_lucknow-samajwadi-party-president-akhilesh-yadav-addresses-a-press-conference-a-.jpg)
×
Comments :0