KANADA INDIA CONFLICT

অমিত শাহের নামে অভিযোগ, কানাডাকে কড়া বার্তা ভারতের

আন্তর্জাতিক

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ঘিরে গুরুতর অভিযোগ তোলায় কূটনৈতিক স্তরে আপত্তি জানালো ভারত। কানাডার কূটনীতিবিদদের ডেকে পাঠিয়ে অভিযোগ জানানো হয়েছে বলে শনিবার জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র। কানাডার অভিযোগ, ভারতের স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের নির্দেশে কানাডার নাগরিক খালিস্তানপন্থী শিখদের উপর হামলা হয়েছে। কানাডার সহকারী বিদেশ মন্ত্রী ডেভিড মরিসন সেদেশের সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটিকে একথা বলেছেন। তাঁর বক্তব্য ফাঁস হয়ে যায় সংবাদমাধ্যমে। 
কানাডা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুতর অবনতি হয়েছে গত কয়েকমাসে। কানাডায় সেদেশের নাগরিক খালিস্তানপন্থীদের ওপর হামলায় প্রথমে ভারতের দূতাবাস জড়িত বলে দায়ী করেছিল কানাডা। শীর্ষ স্তরের কূটনীতিবিদদের ঘিরে তোলা হয় অভিযোগ। এবার অভিযোগের বৃত্তে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীকে আনায় সম্পর্ক আরও খারাপ হয়েছে।
শনিবার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ‘‘কানাডার সহকারী বিদেশ মন্ত্রীর বক্তব্য অসম্ভব ও অযৌক্তিক। কানাডার কুটনীতিবিদদের তলব করে এই বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে।’’ 
মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের এ সংক্রান্ত খবর নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সেখানে বলা হয় কানাডার বিচ্ছিন্নতাবাদী শিখ নাগরিকদের উপর হামলার পিছনে অমিত শাহের ষড়যন্ত্র রয়েছে। তারপরই কানাডার সংসদীয় কমিটির কাছে এই বিষয়ে বলেন সহকারী বিদেশমন্ত্রী ডেভিড মরিসন। 
জয়সোয়াল বলেন, " ভারত সরকার এই বক্তব্যকে সর্বাত্মক ভাবে বিরোধিতা করছে।  ভারতের স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধেই অযৌক্তিক ও ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।"
তিনি আরও বলেন, "কানাডার শীর্ষস্তরের আধিকারিকরা ইচ্ছা করে আন্তর্জাতিক মিডিয়ায় মিথ্যে ও ভুল তথ্য দিচ্ছে।"

Comments :0

Login to leave a comment