PATULI ANOTHER BOMB

পাটুলিরই আরেক মাঠে মিলল বোমা, মিছিল সন্ধ্যায়

কলকাতা

পুলিশ কুকুর নিয়ে তল্লাশি পাটুলিতে।

পাটুলিতেই আরেকটি মাঠে মিলেছে বোমা। স্থানীয়রাই তা দেখতে পেয়েছেন। শুক্রবারই কলকাতায় গড়িয়ার কাছে পাটুলির অন্য একটি মাঠে বোমা ফেটে গুরুতর আহত হয় এক ছাত্র। 
বোমা ফেটে নবম শ্রেণির ওই ছাত্র আহত হয় পাটুলির মেলার মাঠে। পাটুলি থানার ঠিক পাশে এই মাঠ। ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন বাসিন্দারা। ক্ষোভ পুলিশ এবং প্রশাসনের ভূমিকায়।
সিপিআই(এম)’র স্থানীয় নেতা সুবোধ রায় জানিয়েছেন যে ১০১ নম্বর ওয়ার্ডের ‘বি’ ব্লকে একটি পার্কে পরের বোমাটি দেখা যায়।
শুক্রবার সন্ধ্যায় মেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সিপিআই(এম)।
এদিন প্রথম ঘটনায় আহত কিশোরকে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতালে। স্থানীয়রা জানিয়েছেন, মেলার মাঠে সঙ্গীদের সঙ্গে ক্রিকেট খেলছিল ওই কিশোর। বল কুড়িয়ে আনতে গোলাকার বস্তু দেখতে পায়। সেই বোমা নাড়াচাড়া করতে গিয়ে ফেটে যায়। 
রাজ্যের বিভিন্ন প্রান্তে শিশু এবং কিশোররা আহত হয়েছে বল ভেবে বোমা নাড়াচাড়া করতে গিয়ে। দুষ্কৃতী দৌরাত্মে বিক্ষত হচ্ছে শৈশব-কৈশোর। 
এলাকাবাসীদের দাবি পাটুলি এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছে। থানায় জানানো হলেও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ।
পুলিশ বলেছে যে বোমার বিস্ফোরণ কিনা তা নিশ্চিত নয়। তদন্ত চলছে।

Comments :0

Login to leave a comment