National

১৮’র উর্দ্ধে দিল্লির মহিলাদের জন্য মাসে ২১০০ টাকা করে ভাতার ঘোষণা কেজরিওয়ালের

জাতীয়

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে ২০২৫ সালের বিধানসভা নির্বাচনের পরে ক্ষমতাসীন আম আদমি পার্টি তৃতীয়বারের মেয়াদে ক্ষমতায় ফিরলে জাতীয় রাজধানীতে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ২,১০০ টাকা ভাতা দেওয়া হবে।
তবে আগামীকাল থেকে রেজিস্ট্রেশন শুরু হলেও আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে গুরুত্বপূর্ণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে এখনই টাকা জমা দেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘আমি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেক মহিলাকে ১০০০ টাকা করে দেব। কিন্তু কয়েকজন মহিলা আমার কাছে এসে বললেন যে মুদ্রাস্ফীতির কারণে ১০০০ টাকা যথেষ্ট হবে না। তাই সব মহিলার অ্যাকাউন্টে ২১০০ টাকা জমা পড়বে’।
চলতি বছরের মার্চ মাসে তৎকালীন কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি সরকার মুখ্যমন্ত্রী সম্মান যোজনার আওতায় ১৮ বছরের ঊর্ধ্বে সব মহিলাকে প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিল।
দিল্লির এই সমাজিক প্রকল্প মধ্যপ্রদেশের ‘লাডলি বেহনা যোজনার’ সাথে সাদৃশ্যপূর্ণ, যেই প্রকল্পের অধীনে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা তাদের অ্যাকাউন্টে মাসিক ১,০০০ টাকা নগদ পাবেন।

Comments :0

Login to leave a comment