Assad Moscow

আসাদ মস্কোয়, জানালো রাশিয়া

আন্তর্জাতিক

মস্কোয় পৌঁছেছেন সিরিয়ার সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি বাশার আল আসাদ। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম টাস সূত্রে এমনটাই জানা যাচ্ছে। রুশ সংবাদমাধ্যম জানাচ্ছে, আসাদ এবং তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে মস্কো।

রাশিয়ার বিদেশমন্ত্রকের এক উচ্চপদস্থ কর্তাকে উদ্ধৃত করে টাস জানিয়েছে, "মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয় বিবেচনা করেই আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

রাশিয়া জানাচ্ছে, সিরিয়ায় অবিলম্বে সংঘর্ষ বন্ধের জন্য রাষ্ট্র সংঘের উদ্যোগকে প্রাধান্য দিতে হবে।

২৭ নভেম্বর থেকে সিরিয়ার আলেপ্পো এবং ইডলিব প্রদেশ থেকে অভিযান শুরু করে বিদ্রোহীরা। ৭ ডিসেম্বরের মধ্যে আলেপ্পো, হামা, হোমস, দারা সহ দেশের সিংহ ভাগ বড় শহর আল কায়দার প্রাক্তন সহযোগী হায়াত তাহরির আল শাম বাহিনীর নেতৃত্বাধীন বিদ্রোহীদের দখলে চলে যায়। রবিবার সকালে রাজধানী দামাস্কাসে ঢুকে পড়ে আল শাম বাহিনী। শহর ছেড়ে চলে যায় সিরিয়ার সেনা। দেশের প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তরের ভার দিয়ে দেশ ছাড়েন আসাদ।

দামাস্কাসের বিমান ঘাঁটি থেকে সিরিয়ার বিমানবাহিনীর ইলিউশিন-৭৬ বিমানে ওঠেন আসাদ। কিছুক্ষণের মধ্যেই বিমানটির সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক ভাবে আশঙ্কা করা হয়েছিল, বিদ্রোহী নিয়ন্ত্রিত হোমস শহরের কাছে সেটিকে ক্ষেপণাস্ত্র মারফৎ ধ্বংস করা হয়েছে। কিন্তু রাত ভোর হওয়ার আগেই সেই জল্পনায় জল ঢাললেন আসাদ।

Comments :0

Login to leave a comment