বুধবার আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি দোতলা স্লিপার বাস একটি দুধের ট্যাঙ্কারকে ধাক্কা দিলে ১৮ জন নিহত ও ১৯ জন আহত হন। বেহতা মুঝাওয়ার থানা এলাকার জোজিকোট গ্রামের কাছে ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
জেলাশাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, বিহারের মোতিহারি থেকে দিল্লিগামী বাসটি দ্রুত গতিতে ছুটে আসছিল এবং পিছন থেকে দুধের ট্যাঙ্কারটিকে ধাক্কা মারে। লখনউ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল এস বি শিরাদকর জানিয়েছেন, ১৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ১ জন শিশু নিহত হয়েছে।
বাঙ্গারমাউ সার্কেল অফিসার (সিও) অরবিন্দ কুমার জানিয়েছেন, সংঘর্ষের ধাক্কায় বাস ও দুধের ট্যাঙ্কার উল্টে যায়। নিহতদের মধ্যে দুই গাড়ির চালকও রয়েছেন। তিনি বলেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
নিহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
ACCIDENT
উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় নিহত ১৮
×
Comments :0