Christian Atsu

ধ্বংসস্তূপে খোঁজ মিলেছে ফুটবলার আতসুর

খেলা আন্তর্জাতিক

Christian Atsu

খোঁজ মিলেছে ক্রিশ্চিয়ান আতসুর। মঙ্গলবার এই তথ্য দিয়েছেন তুরস্কে নিযুক্ত ঘানার রাষ্ট্রদূত। ঘানার জাতীয় দলের ফুটবলার আতসুকে পাওয়া যাচ্ছিল না সোমবার থেকে। জানা গিয়েছিল, ভয়াবহ ভূমিকম্পে তিনি ধ্বংসস্তূপে আটকে রয়েছেন।

প্রাক্তন চেলসি ফরোয়ার্ড আতসুকে ঘিরে উদ্বেগ ছিল সব মহলেই। তুরস্ক এবং সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা সাড়ে চার হাজারের কাছে পৌঁছে গিয়েছে। তুরস্কের হাতায় শহরের ফুটবল ক্লাব হাতায়সপোরের হয়ে খেলেন তিনি। ভূমিকম্পের পরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
রবিবার রাতে কাসমপাসার বিরুদ্ধে হাতায়সপোরের হয়ে ৯৭ তম মিনিটে নির্ণয়সূচক গোল করেছিলেন তিনি। 

মঙ্গলবার ক্রিশ্চিয়ান আতসুকে ঘিরে বিভিন্ন পরস্পর বিরোধী প্রতিবেদন বেরোয়। তুরস্ক থেকে সর্বশেষ দাবি করা হয়েছে যে ফুটবলারকে দক্ষিণ তুরস্কে ভূমিকম্পের পরে একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেছে। আবার কিছু প্রতিবেদনে বলা হয়েছে আতসু এখনও নিখোঁজ। ঘানর রাষ্ট্রদূত সে দেশের রেডিও’কে দেওয়া বার্তায় মঙ্গলবার বলেছেন, ধ্বংসস্তূপে আটকে থাকলেও খোঁজ মিলেছে আতসুর। তিনি জীবিত আছেন। 

 

হাতায় শহর ভূমিকম্পের উৎসকেন্দ্রের কাছে। সোমবার হাতায়সপোর কর্তৃপক্ষই জানিয়েছিল যে আতসু নিখোঁজ। 

Comments :0

Login to leave a comment