RUSSIA AZERBAIZAN

রাশিয়ার মাটি থেকে আঘাত বিমানে, বললেন আজারবাইজানের রাষ্ট্রপতি

আন্তর্জাতিক

আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ।

আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটিতে মাটি থেকে আঘাত করা হয়েছিল। রাশিয়ার গ্রোজনি শহরের কাছে কোনো জায়গায় আঘাত লাগে বলে অভিযোগ জানালেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ।  
গত বুধবার আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রেয়ার ভেঙে পড়ে কাজাখস্তানে। বিমানে ছিলেন ৬৭ জন। ৩৮ জন মারা গিয়েছেন এই ঘটনায়। 
রবিবার আজারবাইজানের সরকারি টেলিভিশন এজেড টিভি-তে সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি আলিয়েভ। তিনি বলেছেন, ‘‘বিমানে বাইরে থেকে কোনও আঘাত লেগেছিল। রাশিয়ার ভূখণ্ডে গ্রোজনির কাছে কোনও জায়গায় আঘাত লাগে। এরপরই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিমান।’’ তিনি বলেছেন, ‘‘আমাদের কাছে খবর বৈদ্যুতিন সরঞ্জাম ব্যবহার করে আমাদের বিমানটিকে বেসামাল করা হয়েছে।’’
শনিবার আলিয়েভকে ফোন করে কথা বলেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। বিমান দুর্ঘটনায় শোক জানান তিনি।

Comments :0

Login to leave a comment