সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। জানা গিয়েছে ভোলানাথ ঘোষ যেই গাড়িতে করে যাচ্ছিলেন সেই গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে। দুর্ঘটনায় মৃত্যু হয় ভোলানাথ ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। গুরুত্বর আহত অবস্থায় ভোলানাথ ঘোষকে মিঁনাক্ষা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলানাথ ঘোষের বড় ছেলে দাবি করেছেন এর আগেও তার বাবাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে।
সন্দেশখালির স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বার বার দাবি করা হয়েছে জেলে থাকলেও নিজেদের অনুগামীদের কাজে লাগিয়ে সাক্ষীদের ভয় দেখাচ্ছে শাহজাহান।
শাহজাহানের বিরুদ্ধে যেই মামলা গুলো হয়েছে সেই মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। দীর্ঘদিন ধরে তিনি সাক্ষী দিয়ে আসছেন। সিবিআই তাকে গুরুত্বপূর্ন সাক্ষী বলেও চিহ্নিত করেছে। এই পরিস্থিতিতে তার এই পথ দুর্ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বিরোধীদের অভিযোগ ভোলানাথ ঘোষকে খুন করার পরিকল্পনা নিয়েই এই ঘটনা ঘটানো হয়।
Accident
শাহজাহানের বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে সাক্ষী ভোলানাথ
×
Comments :0