ACC ASIA CUP 2025

ঢাকায় এসিসি -র বৈঠক বয়কট ভারতের

খেলা

আসন্ন এশিয়া কাপে ভারতের খেলা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। আগামী ৫সেপটেম্বর থেকেসংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে এই প্রতিযোগিতার আসর। এই প্রতিযোগিতার আগে আগামী ২৪জুলাই বাংলাদেশের ঢাকায় এসিসির  বা ACC( এশিয়ান ক্রিকেট কাউন্সিল )পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে। তবে এই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই ( বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া )। বিসিসিআইয়ের পক্ষ থেকে এসিসি এবং পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের( PCB )চেয়ারপার্সন মহসিন নাকভিকে  সরকারিভাবে জানানো হয়েছে যে, এই বৈঠকটি ঢাকায় হলে ভারতের পক্ষে কোনোমতেই এতে যোগদান করা সম্ভব নয়। এর ফলে আসন্ন এশিয়া কাপ প্রতিযোগিতা হওয়া নিয়েই সংশয় দেখা দিয়েছে। ভারত ছাড়াও ওমান , শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডও এতে সায় দিয়েছে। প্রতিযোগিতা শুরুর আগের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারত , শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মত মুখ্য দলগুলি উপস্থিত না থাকলে এই বৈঠক একেবারেই মূল্যহীন হয়ে যাবে। তখন সমস্যা দেখা দিতে পারে এই প্রতিযোগিতা আয়োজন নিয়েও। 

Comments :0

Login to leave a comment