Maharashtra BJP Cash

ভোটের মুখে টাকা বিলি, নোট সহ বিজেপি নেতা পাকড়াও, তুলকালাম মহারাষ্ট্রে

জাতীয়

ভোটের ঠিক আগের দিন ৫ কোটি টাকা বিলির অভিযোগ উঠেছে বিজেপি নেতা বিনোদ তাওড়ের বিরুদ্ধে। বেরিয়েছে একটি ভিডিও। অভিযোগ, পালঘরে হোটেল থেকে টাকা বিলি করার সময় হাতেনাতে পাকড়াও করা হয়েছে এই বিজেপি নেতাকে।
বিজেপি’র অন্যতম সাধারণ সম্পাদককে ঘিরে অভিযোগের জেরে মহারাষ্ট্রে শোরগোল চড়া। কংগ্রেস জোট এমভিএ টাকা বিলিয়ে ভোট জেতার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে।
ক্ষোভের জেরে তাওড়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশন। মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারের পুলিশকে জানাতে হয়েছে যে পালঘরের ঘটনায় একাধিক এফআইআর দায়ের হয়েছে।
ঝাড়খণ্ডের পাশাপাশি মহারাষ্ট্রে ভোট বুধবার। তার ঠিক আগের দিন টাকা বিলির অভিযোগ। তাওড়েকে পাকড়াও করার দাবি জানিয়েছে মহারাষ্ট্রের একটি আঞ্চলিক দল বহুজন বিকাশ আঘাড়ি। দলের নেতা প্রশান্ত রাউত সলবাদমাধ্যমে বলেছেন, পালঘরের একটি হোটেলে বসে টাকা বিলি করার খবর পাওয়া যায়। দলের কর্মীরা হোটেলে ঢুকে পড়েন। বিনোদ তাওড়েকে ব্যাগ ভর্তি টাকা সহ হাতেনাতে ধরা হয়। বিনোদ তাওড়ে পালিয়ে রান্নাঘরে ঢোকেন। কিন্তু বিভিএ কর্মীরা মোবাইলে রেকর্ড করেছে ব্যাগ ভর্তি টাকা সহ তাওড়েকে।
ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যায় টাকার ব্যাগ সহ বিনোদ তাওড়েকে। টাকার বান্ডিলও দেখা যায়। তাওড়েকে অঙ্গভঙ্গি করে বোঝাতে দেখা যায় যে ব্যাগ তাঁর নয়।
ঘটনার ব্যাখ্যা দিতে ওই হোটেলেই সাংবাদিক সম্মেলন ডেকেছিল বিজেপি। কিন্তু নির্বাচন কমিশন সাংবাদিক সম্মেলন আটকে দেয়। বলা হয়, প্রচারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সাংবাদিক সম্মেলন হবে না।
তাওড়ের বক্তব্য, পালঘর জেলার নালাসোপারা কেন্দ্রে দলের কর্মীদের নির্বাচনী দায়িত্ব বোঝাতে গিয়েছিলেন তিনি। টাকা বিলি তিনি করেননি। বিজেপি বলেছে, ভোটে হারের ভয়ে কংগ্রেসই টাকা বিলি নিয়ে প্রচারে নেমেছে।
রাজ্যে বিরোধী কংগ্রেস জোট যদিও বলেছে নরেন্দ্র মোদীর দল বরাবরই এমন কুকীর্তি করে। হাতেনাতে ধরা পড়ে মিথ্যা বলছে।
কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন। তিনি বলেছেন, ‘‘মোদীজী প্রচার করেছেন ‘এক হ্যায় তো ‘সেফ’ (নিরাপদ) হ্যায়। তাহলে ৫ কোটি টাকা কার ‘সেফ’ (সিন্দুক) থেকে এল? কারা জনগণের টাকা লুট করে টেম্পোয় করে বিজেপি-কে পাঠালো?’’ 

Comments :0

Login to leave a comment