দেড় কোটির বেশি টাকার জালিয়াতির অভিযোগে বিজেপি’র রাজ্য সম্পাদক নবারুণ নায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত তার স্ত্রী বিজেপি কর্মী তনুশ্রী নায়েকও। ধৃত দম্পতি পূর্ব মেদিনীপুরের তমলুকের বাসিন্দা। নবারুণ নায়েক রাজ্য বিজেপি’র নেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ট বলে বিজেপি সূত্রেই মঙ্গলবার জানা গেছে।
নবারুণ নায়েক পূর্ব মেদিনীপুরের সভাপতি ছিল কয়েক বছর আগে। এখন বিজেপি’র রাজ্য সম্পাদক। গত সেপ্টেম্বরে বিজেপি’র এই নেতার বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন কলকাতার বাসিন্দা বিশ্বজিৎ দত্ত। তিনি ঠিকাদার। তার অভিযোগ ছিল আসামে ৪০ কোটি টাকার কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেবেন বলে নবারুণ তার থেকে ১ কোটি ৬০ লক্ষ টাকা কমিশন বাবদ নিয়েছেন। টাকা দেওয়ার সময় নবারুণের স্ত্রী তনুশ্রীও ছিলেন। তদন্ত শুরু করে তমলুক থানার পুলিশ। বেশ কয়েকবার তমলুক থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় নবারুণ নায়েক তনুশ্রী নায়েককে। মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য জানান,‘‘এই ঘটনায় তিনবার ডাকা হয় অভিযুক্তদের। মঙ্গলবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলবে।’’
আসামে বিজেপি’র সরকার আছে। নবারুণ সেই সরকারের অনেককে চেনে বলে দাবি করে। বিশ্বজিৎ তা বিশ্বাসও করেন। গত ২৮ আগস্ট নবারুণ নায়েক ও তার স্ত্রী তনুশ্রী নায়েক এবং তার বন্ধু গুয়াহাটি যান। সেখানে কথাবার্তা হয় টেন্ডারের বিষয়ে। তবে এর বিনিময়ে কমিশন বাবদ ১ কোটি ৬০ লক্ষ টাকা দিতে হয় বিজেপি’র নেতাকে। তবে পরে জানা যায় সবটাই ভুয়ো। এরপর টাকা ফেরতের কথা বললে বিজেপি’র নেতা অস্বীকার করে। তারপরেই তমলুক থানায় এফআইআর দায়ের হয় সস্ত্রীক বিজেপি’র নেতার বিরুদ্ধে। এর আগেও একাধিক বিষয়ে অভিযোগ রয়েছে নবারুণ নায়েকের বিরুদ্ধে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় বিজেপি’র টিকিট পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা কাটমানি নেওয়ার অভিযোগ করেছে বিজেপি’র কর্মীরাই। এবার ভিন রাজ্যে কম্বলের বরাত পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরে। এ প্রসঙ্গে সিপিআই(এম) জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন "বিজেপি দলটাই দুর্নীতিগ্রস্ত। এরাজ্যের বিরোধী দলনেতা, বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ঘুষ নিতে দেখেছে রাজ্যের মানুষ।’’
BJP Nabarun Nayek
দেড় কোটি টাকার জালিয়াতির অভিযোগে ধৃত বিজেপি নেতা
×
Comments :0