BOOK REVIEW / MUKTADHARA — BHABANISHANKAR CHAKRABORTY / 1 FEBRUARY 2024

বই / মুক্তধারা — যে গল্প প্রান্তিক জীবনের শুধু দৈন্যের নয়,বিচিত্র জটিলতারও ধারাভাষ্য / ভবানীশংকর চক্রবর্তী — ২ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

BOOK REVIEW  MUKTADHARA  BHABANISHANKAR CHAKRABORTY   1 FEBRUARY 2024

বই  

মুক্তধারা 

যে গল্প প্রান্তিক জীবনের শুধু দৈন্যের নয়,বিচিত্র জটিলতারও ধারাভাষ্য

ভবানীশংকর চক্রবর্তী

                বিশুদ্ধবাদীরা মনে করেন মধ্যযুগে রাজ আদেশে অনেক কাব্যসাহিত্য রচিত হলেও সাহিত্য কোনো তাত্ত্বিকের ফতোয়া মেনে রচিত হতে পারে না।মার্কসবাদী তাত্ত্বিকেরা বিরুদ্ধ মত পোষণ করেন অবশ্যই ।তাঁরা বিশ্বাস করেন ,সমাজ গঠনে লেখক শিল্পীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।স্বয়ং লেনিন বলেছেন, literature must become a component part of the organised, planned, unified socialistic party work। প্লেখনোভ,ট্রটস্কি  প্রমুখ এই মতের অনুসারী।সাম্প্রতিক সময়ে প্রকাশিত গল্পকার অমল কর-এর
' গল্প সমগ্র ২ ' পড়তে গিয়ে সেই নন্দনতাত্ত্বিক বিতর্ক মাথায় উঁকি দিয়ে যায় বারবার।আদ্যন্ত মার্কসবাদী অমল  সাগর থেকে পাহাড় পর্যন্ত বিস্তৃত বাংলার প্রান্তিক জীবনের শুধু দৈন্য ও হাহাকারের ধারাভাষ্যকার নন,সেই জীবনের নানা জটিল অবর্তকেও তাঁর কথাশিল্পে রূপায়িত করেছেন। ছন্ন জীবনের সংকট,ক্ষুধা,
যৌনতা,দ্রোহ_এ সবকিছুই যে অভাব ও দারিদ্র্যসঞ্জাত , তা অমলের জানা।আর জানেন বলেই  নিবিড় অনুসন্ধান করতে গিয়ে তিনি খুঁজে পান তাঁর গল্পের চরিত্রদের।তাদের কথোপকথনের মধ্যে যে ইঙ্গিতময়তা,সেখান থেকেই তিনি শুরু করেন সাইকো-অ্যানালিসিস।এটাই তাঁর গল্পের অভিমুখকে চালিত করে পরিণতির দিকে ,যা গল্পান্তরের ইঙ্গিত।উনপঞ্চাশটি গল্প নিয়ে এই সংকলন।সব গল্পই পাঠককে টেনে রাখার মতোই।অমল-এর গল্প ভাষা একটু স্বতন্ত্র।সে কথা 'গল্প সমগ্র ১ ' -এ তিনি নিজেই বলেছেন।তিনি তাঁর বিশ্বাস থেকে কখনোই সরে যাননি।বরং তাঁর সমাজপাঠ আরও নিবিড় হয়ে উঠেছে তাঁর বিশ্বাসের দৃঢ়তায় ।তাঁর গল্পের চরিত্রগুলি যেমন জীবন্ত,তেমনি গল্পবলার প্রেক্ষিতও বাস্তব।ফলত, গল্পগুলি জীবনপ্রেক্ষিতের রস রসিকতায় পূর্ণ।আত্মবিশ্বাসী অমল তাই বইটির 'জবানি'তে বলেছেন-'স্তুতি বা নিন্দা করতে হলে পড়তে হবে গল্পগুলো।'
অমল কবিও।তাই তাঁর গল্পের মধ্যে কখনো কখনো কবি অমলকে খুঁজে পাওয়া যায় ।রসিক পাঠকের কাছে এটি বড়ো পাওনা।
   মনীষ  দেব-এর প্রচ্ছদ শুধু দৃষ্টিনন্দনই নয়,গল্পযাত্রার অভিমুখও।কাগজ ও ছাপা সুন্দর ঝকঝকে।এককথায়  একটি সুন্দর ছিমছাম সংকলন।গল্প পাঠক ও সমালোচকদের কাছে বইটি অবশ্যই সমাদৃত  হবে।


গল্প সমগ্র ২
অমল কর
প্রকাশক -ঋক পাবলিশার্স 
২৪/৪,রাজাএস সি মল্লিক রোড,
কলকাতা - ৭০০০৩২

দাম -২৫০ টাকা

Comments :0

Login to leave a comment