পন নেওয়ায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্য এবং প্রতিবেশিদের হাতে আক্রান্ত হলো পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারের দারভাঙ্গা জেলার লহেরিয়াসারাই এলাকায়। সূত্রের খবর শনিবার অভিযুক্ত জীতেন্দ্র যাদবকে গ্রেপ্তার করতে গেলে প্রথমে তার পরিবারের সদস্যরা বাধা দেয়। তারপর এলাকার বাসিন্দারাও তাতে সামিল হয়। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। প্রথম দুই পক্ষের মধ্যে বচসা হয়। তারপর শুরু হয় হাতাহাতি।
সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ করে প্রথম পাথর ছোঁড়া হয়। তারপর যাতে অভিযুক্তের বাড়িতে কোন ভাবে পুলিশ না যেতে পারে তার জন্য রাস্তা আটকে টায়ার জ্বালানো হয়। এই ঘটনায় তিনজন পুলিশ আধিকারিক আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আক্রান্তদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত সহ পুলিশের ওপর আক্রমণের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাও দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।
Bihar
বিহারে আক্রান্ত পুলিশ, গ্রেপ্তার ছয়
×
Comments :0