৯ জানুয়ারি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পাঁচ মাথা মোড় পর্যন্ত মিছিলের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্ট। জুনিয়ার চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় পাঁচ মাস পূর্ন হচ্ছে ওইদিন।
জুনিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, ‘আমাদের সমষ্টিগত দায়বদ্ধতা ও আন্দোলনের জেরে অভয়ার খুন ও ধর্ষণকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারেনি দুর্বৃত্তরা, তথ্যপ্রমাণ লোপাটের ঘৃণ্য ষড়যন্ত্র সবার সামনে উঠে এসেছে। এখনও অবধি তদন্ত প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করার চক্রান্তকে রুখতে যতটুকু সাফল্য আমরা পেয়েছি তা এই আন্দোলনের জন্যই। কিন্তু কেন্দ্রীয় সংস্থার বহু রিপোর্ট আমাদের সবার সামনে আসছে যা ইঙ্গিত করছে তদন্তে চরম গাফিলতির দিকে। এখন যদি আমরা একজোট হয়ে এর বিরুদ্ধে সোচ্চার না হই, নয় আগস্টের পর পাঁচ মাস পেরিয়ে এসে অভয়া আবার একা হয়ে পড়বে। তাই আগামী ৯ই জানুয়ারি কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় অবধি একটি মহামিছিলের ডাক আমরা দিচ্ছি, সেখানেই হবে আমাদের সারারাতব্যাপী অবস্থান কর্মসূচী।’
জুনিয়ার চিকিৎসকরা জানিয়েছেন ৯ জানুয়ারি বিকেল চারটের সময় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল।
গত ৯ জানুয়ারি আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য। কখনও লালবাজার, কখনও স্বাস্থ্য ভবনের সামনে আবার কখনও ধর্মতলায় দফায় দফায় অবস্থান অনশন চালিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। উল্লেখ্য আর জি কর হাসপাতালে ওই ঘটনার পর শ্যামবাজারে ধর্ণা চালায় ডিওয়াইএফআই, এসএফআই এবং মহিলা সমিতি।
Junior Doctor protest
৯ জানুয়ারি মহা মিছিলের ডাক জুনিয়ার চিকিৎসকদের
×
Comments :0