প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে জেমির পাস থেকে গোল করে দলের ব্যাবধান বাড়ালেন জ্যাসন কামিংস। বাকি ম্যাচে অনেক সুযোগ তৈরি করলেও গোল আসেনি। হায়দরবাদ সুযোগ তৈরি করলেও বিশাল তা বাঁচিয়ে দেন।
এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল মোহনবাগান।
৪০,০০০ দর্শকের সামনে গমগম করছিল গোটা স্টেডিয়াম। ম্যাচের ৮ মিনিটের মাথায় লিস্টিনের পাস থেকে গোল করেন সাহাল। সাহালের শট ঠিকমতো ধরতে না পারায় বল জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোল করেন স্টিফান সাভিচ। ১৬ মিনিটে শট পোস্টে লাগে জেমির। কাউন্টারে বারংবার আক্রমণে উঠলেও নিজেদের মধ্যে তালমিলের অভাব লক্ষ্য করা যাচ্ছিল। ৪১ মিনিটে লিস্টনের সেন্টার থেকে টম আলড্রেড গোল করলেও প্রথমে রেফারি তা অফসাইডের জন্য বাতিল করেন। কিন্তু পরে সেই গোলটিকে ন্যায্য গোল দেওয়া হয়। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।
Comments :0