'Bangla Banchao Yatra'

‘বাংলা বাঁচাও যাত্রা’কে কেন্দ্র করে ধূপগুড়িতে সভা

জেলা

আগামী ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত সিপিআই(এম)’র উদ্যোগে রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে ‘বাংলা বাঁচাও যাত্রা’। কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে এই যাত্রা শেষ হবে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। রাজ্যজুড়ে মূল যাত্রার পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে মিছিল, পথসভা ও নানা কর্মসূচি পালন করা হবে। 
শুক্রবার ‘বাংলা বাঁচাও যাত্রার’ কর্মসূচিকে কেন্দ্র করে ধূপগুড়ি এরিয়া দপ্তরে মহকুমার চারটি এরিয়া কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়। “আমরা বাংলাকে বাঁচাতে চাই”এই স্লোগানকে সামনে রেখেই এদিনের সভার আলোচনা এগিয়ে চলে। সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য বলেন, ‘‘এসআইআর সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের যে সঙ্কটময় পরিস্থিতি, তা থেকে বাংলাকে রক্ষা করতে হবে। বাংলার স্কুল-শিক্ষা, কৃষি, মাঠ-ঘাট, শিল্প, কর্মসংস্থান, যুব-ছাত্র-মহিলা সস সমগ্র বাংলাকে বাঁচানোর ডাক দিতেই এই ‘বাংলা বাঁচাও যাত্রা’।
জেলা সম্পাদক পীযুষ মিশ্র বাংলার বর্তমান পরিস্থিতিকে তুলনা করেন মাল্টি অর্গান ফেল করা রোগীর সঙ্গে। তিনি বলেন, ‘‘ রোগীর মাল্টি অর্গান ফেল করে, সে বেশিদিন টিকে না। আজ পশ্চিমবঙ্গও সেই অবস্থায় দাঁড়িয়ে। বাংলাকে বাঁচাতে লাল ঝান্ডা রাস্তায় নেমেছে, লড়েছে, শহিদ হয়েছে, জেল খেটেছে, ঘর ছেড়েছে এই বার্তাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’’
এদিনের সভায় ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, জেলা সম্পাদক পীযুষ মিশ্র, তুষার বসু, মুকুলেশ রায় সরকার, দীপক কুন্ডু, প্রাণগোপাল ভাওয়াল, মমতা রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা শেষে ‘বাংলা বাঁচাও যাত্রা’-কে সফল করতে সংগঠনগত প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Comments :0

Login to leave a comment